নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ রাস্তা প্রশস্ত করার দাবীতে অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন কল্যাণপুর বাজার কলোনী এলাকার জনগণ৷ ঘটনা শনিবার দুপুরে৷ স্থানীয় জনগণের অভিযোগ ঐ সড়কের অবস্থা খুবই করুণ৷ রাস্তা প্রশস্ত না করায় যান বাহন চলাচল করতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়৷ পাশাপাশি পথচারীরা বিপদের ঝুকিতে যাতায়াত করেন৷ তাই যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে৷ প্রশাসনের দৃষ্টিতে বিষয়টি বহুবার নেওয়া হয়েছে, কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ তাই এদিন পথ অবরোধে নামে এলাকাবাসী৷
2016-12-18