BRAKING NEWS

জম্মু–কাশ্মীরের নগদহীন গ্রাম লুনারা

শ্রীনগর, ১৮ ডিসম্বর (হি.স) : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নগদহীন অর্থনীতিতে এগিয়ে এল জম্মু–কাশ্মীর ।  জম্মু–কাশ্মীরের প্রথম নগদহীন গ্রাম হিসেবে জায়গা করে নিল বদগাঁও জেলার লুনারা। গ্রামের প্রত্যেক বাড়ির অন্তত এক জন ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেম (ই পি এস) ব্যবহারের প্রশিক্ষণপ্রাপ্ত। এই নিয়ে এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ই পি এস–এর জন্য ১৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে সি এস সি–র ই গর্ভনেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার যৌথভাবে গ্রামে প্রশিক্ষণের কাজ শুরু করে। এরপরই সাফল্য মিলেছে। ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন। এখন কেন্দ্রের পক্ষ থেকে নগদহীন অর্থনীতির কথা বলা হয়েছে। নগদহীন লেনদেনের জন্য আর্থিক সুবিধা ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *