সিডনি, ১৪ ডিসেম্বর (হি.স.) : ভারতের পদক্ষেপ অনুসরণ করে এবার নোট বাতিল হতে চলেছে অস্ট্রেলিয়াতে | কালো টাকা ধরতে ও দেশের অর্থনীতি ব্যবস্থাকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে ১০০ ডলার নোট বাতিল করতে চলেছে অস্ট্রেলিয়া | এর জন্য ইতিমধ্যেই একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে | কালো টাকা বাজেয়াপ্ত করতে ও ১০০ ডলার নোটের ভবিষ্যত কী হতে চলেছে তার দায়িত্ব দেওয়া হয়েছে টাস্ক ফোর্সকে |
সম্প্রতি অস্ট্রেলিয়ার ইউবিএস ব্যাঙ্ক ১০০ ডলার নোট বাতিল করার দাবি জানিয়েছিল | ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কালো টাকা ধরতে, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের উপর জোড় দিতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি হতে চলেছে | এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ১০০ ডলার নোটে ৩০০ মিলিয়ান বাজারে ঘুরছে | পাঁচ ডলারের তুলনায় ১০০ ডলারের নোট তিনগুন রয়েছে | ৯২ শতাংশ নোট হয় ১০০ ডলারে রয়েছে বা ৫০ ডলারে রয়েছে |