কায়রো, ১৪ ডিসেম্বর (হি.স.) : কায়রোর বোমা বিস্ফোরণের দায়স্বীকার করল আই এস জঙ্গিগোষ্ঠী| গত রবিবার ওই হামলায় ২৫ জন মারা য়ায়| মঙ্গলবার সেই হামলার দায়স্বীকার করে নিল আই এস জঙ্গিগোষ্ঠী| তারা জানিয়েছে, মৃত জঙ্গির নাম আৱু আবদুল্লাহ আল-মাসরি| এক বিবৃতিতে আই এসের তরফ থেকে আরও জানানো হয়েছে, ওই জঙ্গি প্রথমে ভিড়ের মধ্যে মিশে যায় এবং বিস্ফোরণটি ঘটায়| সেই সঙ্গে আই এসের হুঁশিয়ারি, আগামীদিনেও এই ধরনের হামলা করা হবে| এর আগে সোমবার মৃতদের শেষকৃত্যের অনুষ্ঠানে এসে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি জানিয়েছিলেন, ২২ বছর বয়সি মৃত জঙ্গির নাম মহম্মদ শাফিক মহম্মদ মোস্তাফা| সেন্ট পিটার এবং সেন্ট পল চার্চে সে তাঁর কোমরের বেল্টে রাখা বিস্ফোরকটি ফাটিয়েছিল| মিশর সরকার জানিয়েছিল, ডিএনএ টেস্ট করেই ওই জঙ্গির পরিচয় জানা গিয়েছে| এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক মহিলাসহ চারজনকে আটক করা হয়েছে|