সাফল্য ইসরোর, কক্ষপথে বসল নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট

ISROচেন্নাই, ৭ ডিসেম্বর (হি.স.): ইসরোর মুকুটে নতুন পালকের সংযোজন| রিমোট সেন্সিং স্যাটেলাইট রিসোর্সস্যাট-২এ-কে সফলভাবে কক্ষপথে পাঠালো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)| অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ১.২ টনের কৃত্রিম উপগ্রহ রিসোর্সস্যাট-২এ-কে নিয়ে মহাকাশে পাড়ি দেয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পিএসএলভি-সি৩৬|
সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উত্ক্ষেপণ হওয়ার ১৮ মিনিট পরে ৮১৮ কিলোমিটার পোলার সান সিঙ্কোনরাস অরবিটে রিসোর্স্যাট-২এ-কে বসিয়ে দিয়েছে পিএসএলভি-সি৩৬| এই কৃত্রিম উপগ্রহ রিসোর্স মনিটরিং-এর কাজ করবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *