BRAKING NEWS

বিদেশমন্ত্রীর সহায়তায় ভিসা মঞ্জুর, ভারতে চিকিত্সা করাতে আসছেন ৫০০ কেজির মহিলা

sushma swarajনয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : অসুস্থ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সহায়তায় ভারতে চিকিত্সা করাতে আসছেন আলেকজান্দ্রিয়ার ৫০০ কেজি ওজনের মহিলা ইমান আহমেদ| ইমানের ভিসা সমস্যা নিয়ে বিদেশমন্ত্রকের দ্বারস্থ হন মুম্বইয়ের ব্যারিয়াট্রিক সার্জন| এরপর বিদেশমন্ত্রীর তত্পরাতায় কায়রোয় ভারতীয় দূতাবাস জানায়, ভিসা মঞ্জুর| প্রসঙ্গত এই মুহুর্তে কিডনিজনিত সমস্যায় দিল্লির এইমস-এ চিকিত্সাধীন সুষমা স্বরাজ| আগামী সপ্তাহে তাঁর কিডনি প্রতিস্থাপন হওয়ার কথা রয়েছে|
চলাফেরা তো দূরের কথা নড়াচড়াও অসম্ভব হয়ে উঠেছিল বছর ৩৬-এর ওই মহিলার| চিকিত্সার জন্য ভারতে আসতে চান তিনি| কিন্তু কিছুতেই মিলছিল না ভিসা| অবশেষে বছর ইমানকে যাতে তাড়াতাড়ি ভিসার বন্দোবস্ত করে দেওয়া যায়, তাই বিদেশমন্ত্রকের দ্বারস্থ হন মুম্বইয়ের ব্যারিয়াট্রিক সার্জন| বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আর্জি জানান তিনি| সুষমা টুইটারে জানান, তিনি অবশ্যই সাহায্য করবেন| অবশেষে কায়রোয় ভারতীয় দূতাবাস জানায়, ভিসা মঞ্জুর| এখন আরও কোনও সমস্যা নেই|
জানা গিয়েছে, জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি| খাওয়া-দাওয়া, জামা-কাপড় বদলানো সহ সমস্ত দৈনন্দিন কাজের জন্যই ইমানকে তার মা ও বোনের ওপর নির্ভর করতে হয়| সূত্রের খবর, এলিফ্যান্টিয়াসিস রোগে আক্রান্ত হওয়ার কারণেই সারা শরীর ফুলতে শুরু করে তাঁর| ১১ বছর বয়স থেকেই বেশি ওজনের কারণে নিজের পায়ে দাঁড়াতে পারেন না| বাড়িতে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হত| এরপর ব্রেনস্ট্রোকের কারণে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি| স্কুলেও যাওয়া বন্ধ হয়ে যায়| এরপর থেকেই আর বিছানা ছাড়তে পারেননি তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *