চেন্নাই, ৭ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনীতিবিদ শ্রীনিবাস আয়ার রামস্বামী| ৱুধবার ভোর ৪.১৫ মিনিট নাগাদ চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর| চিকিত্সার জন্য অনেকদিন ধরেই ওই হাসপাতালে ভর্তি ছিলেন শ্রীনিবাস আয়ার রামস্বামী|
বিশিষ্ট সাংবাদিক শ্রীনিবাস আয়ার রামস্বামীকে, চো রামস্বামী বলেই চেনেন সবাই| প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অন্যতম কাছের মানুষ ও পরামর্শদাতা ছিলেন চো রামস্বামী| অভিনেতা হিসেবে তিনি ৮৯টি সিনেমায় কাজ করেছেন এবং পরিচালনা করেছেন পাঁচটি সিনেমা| শুধু অভিনয় নয়, চো একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাংবাদিকও ছিলেন| ‘তুঘলক’ পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি|
2016-12-07