অগ্ণিদগ্দ হয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী গুরুতর

fire2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়ার মুহুরিপুরে অগ্ণিদগ্দ হয়েছেন এক মহিলা৷ রান্না করার সময় এই ঘটনাটি ঘটে৷ স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও অগ্ণিদগ্দ হয়েছেন৷ দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়৷ অগ্ণিদগ্দ মহিলার নাম মাধবী দাস৷ স্বামী দুজনকেই অগ্ণিদগ্দ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মাধবী দাসের মৃত্যু হয়৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *