BRAKING NEWS

কালো টাকার সন্ধানে দেশের ১০টি ব্যাঙ্কের ৫০টি শাখায় তল্লাশি অভিযান ইডির

enforcement_directorate_logoনয়াদিল্লি, কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.) : সিবিআইয়ের পর এবার ইডি| কালো টাকার সন্ধানে দেশ জুড়ে তল্লাশি চালাচ্ছে ইডি| ৱুধবার ১০টি ব্যাঙ্কের মোট ৫০টি শাখায় তল্লাশি অভিযান চালায় ইডি | নোট বাতিলের সিদ্ধান্তের পর যে শাখাগুলিতে সবচেয়ে বেশি বাতিল নোট জমা পড়েছে সেখানে হানা দেয় ইডি আধিকারিকরা | তাদের সন্দেহ এই ব্যাঙ্কগুলিতে কালো টাকাকে সাদা করা হচ্ছে | স্পেশ্যাল ইন্টারেস্ট চার্জ করা হচ্ছে কালো টাকা সাদা করার জন্য বলে গোপন সূত্রে খবর রয়েছে ইডি আধিকারিকদের কাছে | বেশ কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছে যে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা চাইছে ব্যাঙ্ক পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলানোর জন্য |
ইডির তরফে জানানো হয়েছে, যে তারা এই ১০টি ব্যাঙ্কের ৫০ টি শাখার যেখানে সবচেয়ে বেশি পুরনো নোটে টাকা জমা পড়েছে সেখানে সমস্ত লেনদেনের তথ্য যাচাই করছে | ৱুধবার সাত ইডি আধিকারিকদের একটি দল কলকাতার দুটি ব্যাঙ্কে তল্লাশি চালায় | ক্যামাকস্ট্রিটের কানাড়া ব্যাঙ্কের প্রধান শাখা ও বেহালায় অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় ইডি তল্লাশি চালায়| ক্যামাকস্ট্রিটের কানাড়া শাখার ম্যানেজারকে দফায় দফায় জেরা করেন গোয়েন্দারা | ব্যাঙ্কের নথি ও লেনদেনের তথ্য খতিয়ে দেখেন তাঁরা| বেহালায় অ্যাক্সিস ব্যাঙ্কের শাখা থেকে নথি ও তথ্য সংগ্রহ করেন ইডির অধিকারিকরা| বড় বাজারের ব্যবসায়ী সঞ্জয় জৈনের বাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি চালায়|
পুরনো নোট বাতিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে | তারই ভিত্তিতে ব্যাঙ্কে তল্লাশি চালানো হয়| এছাড়া দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতা, চেন্নাইয়ের বিভিন্ন ব্যাঙ্কের প্রায় ৫০টি ব্রাঞ্চে তল্লাশি চালিয়ে তাদের তথ্য যাচাই করা হচ্ছে | পাশাপাশি সেই সব অ্যাকাউন্টের উপরেও নজর রাখা হচ্ছে যেখানে বড় অঙ্কের টাকা জমা পড়েছে | নোট বাতিলের পর সব অ্যাকাউন্ট যেখানে সন্দেহজনক লেনদেন করা হয়েছে তার উপরে নজর রাখা হচ্ছে | সম্প্রতি দিল্লির অ্যক্সিস ব্যাঙ্কের দুই কর্মীকে পুরনো নোট বাতিল নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *