নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : জম্মু-কাশ্মীরে মোতায়েন সি আর পি এফ জওয়ানদের ৱুলেটপ্রুফ জ্যাকেটের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার| ৱুলেটপ্রুফ জ্যাকেটের পাশাপাশি লাইট ৱুলেটপ্রুফ গাড়ি নেওয়া হচ্ছে জম্মু-কাশ্মীরে জঙ্গীদের নাশকতা রুখতে ও নিরাপত্তার কারণে মোতায়েন জওয়ানদের সুরক্ষার জন্য| লোকসভা অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হাঁনসরাজ গঙ্গারাম আহির জানান,কাশ্মীরে মোতায়েন সি আর পি এফ জওয়ানদের শক্তি ও সুরক্ষা বাড়াতে ৩০৯টা মিডিয়াম ৱুলেটপ্রুফ গাড়ি, ২১০টি লাইট ৱুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে| পাশাপাশি জম্মু-কাশ্মীরে মোতায়েন সি আর পি এফদের জন্য ৩০,৬৭৭টা ৱুলেটপ্রুফ জ্যাকেট কেনা হচ্ছে| কাশ্মীরে সম্প্রতি জঙ্গী হানায় বেশ কিছু ভারতীয় জওয়ান মারা গিয়েছেন| আহতও হয়েছেন অনেকে|