ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.০

earth-quakeজাকার্তা, ৫ ডিসেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পূর্ব উপকূল| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.০| ভূকম্পনের জেরে এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৯.১৩ মিনিট নাগাদ ৬.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব উপকূলে মৌউমেরে|
ফ্লোরস-এর অন্যতম জনপ্রিয় পর‌্যটন কেন্দ্র হল মৌউমেরে| শক্তিশালী ভূকম্পনের জেরে পর‌্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়| উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিঙ অফ ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ার জন্য ইন্দোনেশিয়ায় মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *