অসুস্থ বিচারপতি, পিছোল লোঢা কমিটি নিয়ে সুপ্রিম রায়

supreme-courtনয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): অসুস্থ শীর্ষ আদালতের বিচারপতি টি এস ঠাকুর, তাই পিছোল লোঢা কমিটি নিয়ে সুপ্রিম কোর্টের রায়| আগামী ৯ ডিসেম্বর এই মামলার চূড়ান্ত রায় দেবে শীর্ষ আদালত| সোমবার বিসিসিআই বনাম লোঢা কমিটি সংঘাত সংক্রান্ত মামলার রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা ক্রিকেটমহল| তবে, এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি টি এস ঠাকুর অসুস্থ হয়ে পড়ায় রায়দান পিছিয়ে যায়|
গত সপ্তাহে বিসিসিআই একটি বিশেষ সাধারণ সভা ডাকে মুম্বইয়ে| সেখানে লোঢা কমিটির সুপারিশ সম্পর্কে আগের মতোই অনঢ় মনোভাব বজায় রাখে| ওই সভাতে অনুপস্থিত ছিল ত্রিপুরা ও বিদর্ভের মতো সহযোগী ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *