নয়াদিল্লি, ৫ ডিসেম্র (হি.স.) : তেলের দাম নির্ধারণের সময় প্রয়োজনীয়তা, সুরক্ষা এবং সরবারহের উপর লক্ষ্য রাখতে হবে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন| সোমবার রাজধানীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত পেট্রোটেক-২০১৬ অনুষ্ঠানে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (ওপেক) ও ওপেক বহির্ভূত দেশগুলোর উদ্দেশ্যে এই বার্তা দিয়ে তিনি বলেন, তেলের দাম বিশ্ব ক্ষেত্রের তেল ও প্রাকৃতির গ্যাসেও প্রভাব ফেলতে পারে| এদিন পেট্রোটেক-২০১৬-র উেদ্বাধনী অনুষ্ঠানে বিশ্বের সংশ্লিষ্ট দফতরের বিভিন্ দেশের মন্ত্রী, আধিকারিক ও বিশেষজ্ঞদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পেট্রোটেক-২০১৬ শুধুমাত্র তেল বিষয়ক নয়, এটি গোটা পাওয়ার ও এনার্জি ক্ষেত্রেও প্রভাবিত করে| এজন্য এখন সময় এসেছে নিজেদের বিষয়ে চিন্তাভাবনা করার| তিনি আরও বলেন, কোপ-২১ ও সংযুক্ত রাষ্ট্র বিকাশের লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ| আমরা কার্বন কমানোর লক্ষ্যে দেশে সৱুজায়ন বৃদ্ধির ওপর জোর দিয়েছি| এজন্য আমরা প্রাকৃতিক এর্নাজি গঙ্গা, গ্যাস৪ ইন্ডিয়া-র মত প্রয়াস শুরু করা হয়েছে| ভারতের এই প্রাকৃতিক শক্তিগুলোর ক্ষেত্রে এক নতুন দিক খুলে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন|