BRAKING NEWS

রাজ্যের সরকারী কমর্চারীরা নির্বিঘ্নেই পেলেন বেতন

new-currencyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ নোট বাতিলের জেরে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হলেও রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীদের বেতন পেতে হাহাকার করতে হয়নি৷ নোট বাতিলের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার ছিল প্রথম মাস পয়লা দিন৷ স্বাভাবিক ভাবেই রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক থেকে বেতন তুলতে হুরোহুরি পড়ে যায় শিক্ষক কর্মচারীদের৷ তবে, এদিন বেতন তোলার ক্ষেত্রে কোন ধরনের অসন্তোষের ছাপ লক্ষ্য করা যায়নি তাদের মধ্যে৷ অধিকাংশ শিক্ষক কর্মচারীই এটিএম কিংবা ব্যাঙ্কে গিয়ে বেতন তুলেছেন৷ অবশ্য, নির্দিষ্ট সীমার মধ্যে থেকেই তাদের বেতন তুলতে হয়েছে৷ ইউবিআই এবং এসবিআইয়ের তরফে জানানো হয়েছে বেতন দেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা নেই৷ এদিন, গ্রামীণ ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে শিক্ষক কর্মচারীরা বেতন তুলেছেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শিক্ষক জানিয়েছেন, এটিএম থেকে আজ তিনি দুই হাজার টাকা তুলতে পেরেছেন৷ ৫০০ এবং ১০০ টাকার নোটে তিনি দুই হাজার টাকা এটিএম থেকে পেয়েছেন৷ ফলে, দুই এক দিন বিভিন্ন খরচাপাতি বহন করতে সমস্যা রইল না৷
এদিকে, নোট বাতিলের জেরে সমস্যার হাত থেকে রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিতে ইউবিআই মোবাইল এটিএম ভ্যান চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ মঙ্গলবার থেকে আগরতলা এবং পার্শ্ববতী এলাকায় মোবাইল এটিএম ভ্যানের মাধ্যমে পরিষেবা প্রদান করার ব্যবস্থা করেছে ইউবিআই৷ ব্যাঙ্কের তরফে জানা গিয়েছে মোবাইল এটিএম ভ্যানে পিওএস মেশিন বসানো থাকবে৷ সেখান থেকে সহজেই গ্রাহকরা ব্যাঙ্কে না গিয়েও তাদের একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন৷ আগামীদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোবাইল এটিএম ভ্যানের মাধ্যমে পরিষেবা দেওয়ারও চিন্তাভাবনা করছে ইউবিআই৷ এদিন, জনৈক ব্যাঙ্ক কর্তা জানিয়েছেন, নোট বাতিলের জেরে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তার অনেকটাই লাঘব হয়েছে৷ এখন পর্যন্ত রাজ্যে ১০০ টাকা, নতুন ৫০০ ও ২০০০ টাকার মোট ১০৯৮ কোটি টাকা এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *