BRAKING NEWS

সভ্যতার কাছে আজ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এইড্স ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ সারা দেশের সাথে রাজ্যেও আজ বিশ্ব এইডস দিবস উদযাপন করা হয়৷ এবছর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী   বাদল চৌধুরী এইডস রোগ-প্রতিরোধ রাজ্যবাসীকে প্রতিজ্ঞাবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন৷
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী এইডস রোগ-প্রতিরোধ রাজ্যবাসীকে প্রতিজ্ঞাবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন৷

বিশ্ব এইডস দিবসের মূল স্লোগান হল ঃ টক এইডস এন্ড স্টপ এইডস৷ ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং ত্রিপুরা স্টেট এন এস এস সেলের যৌথ উদ্যোগে আজ সকালে রাজ্যের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে৷ সেখানে বেলুন উড়িয়ে র্যালীর শুভ সূচনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরীসহ বিশিষ্টজনেরা৷ এ উপলক্ষে আয়োজিত আলোচনাচক্রে প্রধান অতিথির ভাষণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী এইডস রোগ-প্রতিরোধ রাজ্যবাসীকে প্রতিজ্ঞাবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, সচেতনতাই পারে এইডস মুক্ত পৃথিবী গড়তে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, সমস্ত সভ্যতার কাছে আজ চ্যলেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই এইডস রোগ৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মারণব্যাধী রোগ সম্পর্কে আমাদের আরো সচেতনা থাকতে হবে৷ তবে এইচ আই ভি/এইডস -এ যারা আক্রান্ত তাদের ভয়ের কোন কারণ নেই৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে৷ একটা সুন্দর রাজ্য, দেশ পৃথিবী গড়তে এই রোগ সম্পর্কে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে৷ বিশেষ অতিথির ভাষণে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী বলেন, এইডস কোন ছোঁয়াচে রোগ নয়৷ এইড্স থেকে নিজেকে মুক্ত রাখলে অন্যরাও মুক্ত থাকবেন৷
সম্মানিত অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এইডস প্রতিরোধে এই সংস্থাকে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে৷ স্বাগত ভাষণ দেন ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ অশোক রায়৷ উপস্থিত ছিলেন এ ডি সি -র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং, ডাঃ প্রদীপ ভৌমিক, বি এস এফ-এর ডেপুটি কমান্ডেন্ট স্যতপাল সিং, সি আর পি এফ-এর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট ই সাংতে, খেলরত্ন ও অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার প্রমুখ৷ অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত রাজ্যের বীর জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ মূল অনুষ্ঠানের পর উমাকান্ত মাঠ থেকে শুরু হয় এইডস বিরোধী এক বর্ণাঢ্য র্যালী৷ মন্ত্রী সহিদ চৌধুরী, বিশিষ্টজন ছাড়াও হাজার ছাত্র-ছাত্রী, যুবক ও যুবতী এতে অংশ নেন৷ এই র্যালী রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় উমাকান্ত মাঠে এসে সমাপ্ত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *