নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে আদালত৷ বুধবার গোমতী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক স্বামী হত্যার দায়ে অভিযুক্ত স্ত্রী রাজকুমারী জমাতিয়াকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেন৷ সাথে ৫হাজার টাকার জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত ২ মাসের কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৪ জুন রাত ১১ টা নাগাদ বীরগঞ্জ থানাধীন লালগিরি এলাকায় বিক্রম জমাতিয়াকে(৩৫) তার স্ত্রী রাজকুমারী জমাতিয়া(৩০) লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন৷ জানা গেছে, রাতে বাড়ি ফিরে স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয় তার৷ হঠাৎ উত্তেজিত হয়ে স্ত্রী লাঠি দিয়ে মারতে শুরু করেন স্বামীকে৷ তাতে বিক্রম জমাতিয়া ঘটনাস্থলেই মারা যান৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্ত রাজকুমারী জমাতিয়াকে গ্রেপ্তার করেন৷ ২০১৩ সালের ২৯ ডিসেম্বর মামলার তদন্তকারী অফিসার ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় আদালতে চার্জশিট জমা দেন৷ এরপর চলতে থাকে এই হত্যা মামলার শুনানি৷ এই মামলায় আদালতে মোট ১৯ জন সাক্ষী দিয়েছেন৷
বুধবার স্বামী হত্যার দায়ে রাজকুমারী জমাতিয়াকে দোষী সাব্যস্ত করেন আদালত৷ এই হত্যার দায়ে আদালত রাজকুমারী জমাতিয়াকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন৷ সাথে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাবাসের নির্দেশ দেন আদালত৷
2016-12-01