BRAKING NEWS

বাতিল নোট নষ্ট করা রিজার্ভ ব্যাঙ্কের কাছে বড় চ্যালেঞ্জ, দাবি ব্লুমবার্গের

rupee-banনয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : গত ৮ নভেম্বর বাতিল হয়েছে পুরানো ৫০০ ও হাজার টাকার নোট| সেই থেকে চলছে নোট বদল ও বাতিল নোট ব্যাঙ্কে জমা দেওয়া | ইতিমধ্যেই নোটের পাহাড় জমতে শুরু করেছে হেড পোস্ট অফিস ও ব্যাঙ্কগুলিতে | তবে এরমধ্যেই প্রশ্ন উঠেছে ফেরত দেওয়া পুরানো নোটগুলি নিয়ে কী করবে রিজার্ভ ব্যাঙ্ক? এরইমধ্যে আন্তর্জাতিক বিসনেস নিউজ কোম্পানি ব্লুমবার্গ একটি রিপোর্ট সামনে এনেছে, তাতে বলা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর পর‌্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের কাছে  প্রায় তেইশ কোটি বাতিল নোট জমা পড়তে পারে| এই নোটগুলির মূল্য প্রায় ১৪ লক্ষ কোটি টাকা ছিল| কিন্তু এখন সেগুলি কাগজের টুকরো ছাড়া আর কিছু নয়| এই বিপুল পরিমান বাতিল নোট নষ্ট করা রিজার্ভ ব্যাঙ্কের কাছে একটা বড় চ্যালেঞ্জ| কারণ ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, যে বাতিল নোট জমা পড়বে তা বিছিয়ে চাঁদ পর‌্যন্ত যাওয়া-আসার রাস্তা পাঁচ বার তৈরি করা যেতে পারে| পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশ কিলোমিটার|  আর পুরানো নোটগুলি যদি একের ওপরে এক রাখা হয়, তাহলে তার উচ্চতা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকেও ছাপিয়ে যাবে| তা এভারেস্টের থেকে ৩০০ গুণ উঁচুতে পৌঁছে যাবে| এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার|একের ওপর এক রাখলে পুরানো নোটগুলির উচ্চতা হবে ২৬ লক্ষ ৫৪ হাজার মিটার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *