নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ চোর, ছিনতাইবাজ ও ডাকাতদের দৌরাত্ম্যে রাজ্যে জনধন সুরক্ষিত নয়৷ বিশেষ করে পশ্চিম জেলায় চোর, ছিনতাইবাজ ও ডাকাতদের থাবায় বহু লুটপাটের ঘটনা ঘটেছে, যা রীতিমত উদ্বেগজনক৷ চলতি বছরে পশ্চিম জেলায় অক্টোবর পর্যন্ত ১৩৯টি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে৷ যা অন্যান্য জেলাগুলির তুলনায় সর্বাধিক৷ রাজ্য পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি বছরে অক্টোবর পর্যন্ত ধলাই জেলায় ৩১টি, গোমতী জেলায় ৩৪টি, উত্তর জেলায় ৩৩, সিপাহিজলা জেলায় ৩৫টি, দক্ষিণ জেলায় ২৯ এবং ঊনকোটি জেলায় ২৬টি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে৷ তাতে প্রমাণিত রাজধানী আগরতলা সহ শহরসংলগ্ণ এলাকা মোটেও নিরাপদ নয়৷
রাজ্য পুলিশের দাবি, গোটা রাজ্যেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা আছে৷ অথচ দেখা যাচ্ছে, খোদ পশ্চিম জেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা অন্যান্য জেলাগুলির চাইতে সর্বাধিক৷ আরো উদ্বেগের বিষয় হল, বিগত দিনের খতিয়ান ঘাটলে দেখা যাবে লুটপাটের ঘটনা অন্যান্য জেলাগুলির তুলনায় পশ্চিম জেলাতেই সর্বাধিক ঘটেছে৷ প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত দশ বছরে পশ্চিম জেলায় ৩ হাজার ৯১টি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে৷ তাতে বছরে গড়ে ৩০৯টি চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা রীতিমত উদ্বেগজনক৷ সেই তুলনায় ধলাই জেলায় ৫৯৩টি, গোমতী জেলায় ৪৭২টি, উত্তর জেলায় ১ হাজার ৫৬টি, সিপাহিজলা জেলায় ৪২৪টি, দক্ষিণ জেলায় ১ হাজার ৪৯৮টি এবং ঊনকোটি জেলায় ২০৩টি লুটপাটের ঘটনা ঘটেছে৷ তাতে দেখা যাচ্ছে, ঊনকোটি জেলাবাসী অন্যান্য জেলাগুলির তুলনায় কিছুটা নিরাপদে রয়েছেন৷
রাজ্য পুলিশের এক কর্তার মতে, সীমান্তবর্তী এলাকাগুলিতেই সর্বাধিক চুরির ঘটনা ঘটছে৷ সেক্ষেত্রে পশ্চিম জেলাতে যেখানে নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য জেলার তুলনায় অনেকটাই মজবুত সেখানে চুরির ঘটনা গোটা রাজ্যের মধ্যে শীর্ষ স্থান দখল করা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও মারাত্মক প্রশ্ণ উঠেছে৷
এবিষয়ে দক্ষিণ জেলাবাসীর অভিযোগ, সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এবং পুলিশ প্রশাসন মোটেও সতর্কতা অবলম্বন করেন না৷ যার কারণে ওপার থেকে এপারে এসে চোর-ডাকাতের দল চুরি-ডাকাতি করে অনায়াসে আবার সীমান্ত ডিঙ্গিয়ে ওপারে চলে যায়৷ তাতে প্রশ্ণ উঠেছে পশ্চিম জেলাজুড়ে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার কাজ সমাপ্ত৷ সেক্ষেত্রে ওপারের নাকি এপারের চোর-ডাকাতরা লুটপাট চালাচ্ছে এনিয়ে রাজ্য পুলিশের হাতে নির্দিষ্ট তথ্য নেই৷ রাজধানী আগরতলা যে মোটেও নিরাপদ নয়, তার প্রমাণ হল বৃহস্পতিবার দিনদুপুরে ইন্দ্রনগরে চুরির ঘটনা ঘটেছে৷ দিনদুপুরে চুরি, ছিনতাই রাজধানীর বিভিন্ন স্থানে প্রায়ই ঘটে থাকে৷ এমনকি রাজধানী থেকে বাইক চুরি করে ওপারে পাচারও হচ্ছে বলে অভিযোগ৷ ফলে, চোর, ছিনতাইবাজ ও ডাকাতদের দৌরাত্ম্যে পুলিশ প্রশাসন লাগাম টানতে না পারলে আগামীদিনে মানুষের পুলিশের ওপর আস্থা আরো কমে যাবে বলেই ধারণা করা যাচ্ছে৷
2016-11-19