ত্রিপুরায় শক্তি বাড়ছে দাবি করে হেমন্ত বিশ্ব জানালেন কারো সাথেই জোটে যাবে না বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ শক্তি বেড়ে চলেছে৷ তাই রাজ্যে আর কোন দলের সাথেই জোটে যাবে না বিজেপি৷

সোমবার ঊষাবাজারে বিজেপির জনসভায় বক্তব্য রাখেন ড হেমন্ত বিশ্ব শর্মা৷ ছবি নিজস্ব৷
সোমবার ঊষাবাজারে বিজেপির জনসভায় বক্তব্য রাখেন ড হেমন্ত বিশ্ব শর্মা৷ ছবি নিজস্ব৷

সোমবার সাংবাদিক সম্মেলনে দ্ব্যর্থহীন ভাষায় একথা জানালেন, নেডা’র কনভেনার তথা আসামের শিক্ষামন্ত্রী ডা হিমন্ত বিশ্বশর্মা৷ তাঁর দাবি, রাজ্যে বিশেষ করে উপজাতি মহল্লায় দলের শক্তি ক্রমশ বেড়ে চলেছে৷ তাই কোন দলের সাথেই সমঝোতা করার প্রয়োজনীয়তা নেই৷ পাশাপাশি তিনি আরো দাবি করেন, আগামী ২০১৮ বিধানসভা নির্বাচনে পরিবর্তন বিজেপিই আনবে৷ কারণ, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সিপিএমের বি এবং সি দল হিসেবে কাজ করছে৷ তাই তাঁদের ভোট দেওয়ার অর্থ হল সিপিএমকেই সমর্থন করা৷ রাজ্যের মানুষ বিষয়টি ভালভাবেই বুঝেন৷ তাই আগামী ২০১৮ বিধানসভা নির্বাচনে সিপিএমকে সরাতে বিজেপিই নির্ণায়ক ভূমিকা পালন করবে৷ অবশ্য এর ঝলক আগামী ১৯ নভেম্বর রাজ্যের দুটি আসনে অনুষ্ঠিত উপনির্বাচনেই দেখতে পাওয়া যাবে বলে হেমন্তবাবু আশা প্রকাশ করেন৷ তাঁর দাবি, বড়জলা এবং খোয়াই উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত৷
এদিন সন্ধ্যায় বড়জলাতে নির্বাচনী জনসভা করেন হেমন্ত বিশ্ব শর্মা৷ উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি দাবি করে বলেন, আসামে বিজেপি সরকার গঠন করতেই সেখানে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমান ১২৫ শতাংশ ডিএ প্রদান করা হচ্ছে৷ আগামী জানুয়ারি মাস থেকে সপ্তম বেতন কমিশন চালু হবে আসামে৷ তিনি জানান, দিন পাঁচেকের মধ্যে বেতন কমিশনের রিপোর্ট জমা পড়বে এবং জানুয়ারি মাস থেকেই সপ্তম বেতন কমিশনের হারে কর্মচারীরা বেতন পাবেন৷ রাজ্যের বামফ্রন্ট সরকারের সমালোচনা করে তিনি বলেন, শাসক দল শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলে৷ অথচ তাঁরাই ক্রমাগত শোষণ করে চলেছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, এরাজ্যে কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পান না৷ চাকুরি পেয়ে পাঁচবছর ফিক্সড পে’তে কাজ করতে হয়৷ তবুও দীর্ঘ ২৪ বছর শাসন করেও বামফ্রন্ট দাবি করে সবদিক দিয়ে তারাই সফল৷ এদিন তিনি রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা নিয়েও বামফ্রন্টের তীব্র সমালোচনা করেন৷ তিনি কটাক্ষ করে বলেন, ত্রিপুরা রেগার বাইরে বিকল্প চিন্তা করতে পারছে না৷ কারণ, বামফ্রন্ট রেগার লেভেল থেকে উপরে উঠতে চাইছে না৷ হতাশা ব্যক্ত করে তিনি বলেন, রাজ্যে ৬৭ শতাংশ বিপিএল ভুক্ত পরিবার রয়েছে৷ এতদিন ধরে বামফ্রন্ট ক্ষমতায় থেকে কি করছে সেই প্রশ্ণ তুলেন৷ তাঁর দাবি, বামফ্রন্ট এই রাজ্যের মানুষকে বিপিএল থেকে উপরে তুলতে চায় না৷
এদিন তিনি বলেন, রাজ্যে বিরোধী নেই, এজন্যই সিপিএম একটানা ২৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে৷ যারা বিরোধী দল হিসেবে দাবি করে থাকে তারা আসলে গড়পেটা করেছেন৷ এজন্যই রাজ্যে সিপিএমকে এতদিন ক্ষমতা থেকে সরানো সম্ভব হচ্ছিল না৷ কিন্তু বিজেপির সাথে গড়পেটার কোন সুযোগ নেই৷ তাঁর দাবি, নির্বাচনে কড়া জবাব দেবে বিজেপি এবং রাজ্যে পরিবর্তন আনবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *