মুম্বই, ১১ নভেম্বর (হি.স.) : মানুষকে ধৈর্য্য ধরার পরামর্শ দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া| পুরানো ৫০০, ১০০০ টাকার নোট বাতিল হওয়ার খবর পেয়েই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আম জনতা| টাকা না পাওয়ার ভয়ে ব্যাঙ্ক এবং এ টি এম পরিষেবা চালু হতেই ভিড় জমিয়েছে সাধারণ মানুষ| কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যথেষ্ট নগদ টাকা পাঠানো হয়েছে দেশের বিভিন্ন ব্যাঙ্কে| এমনকি, রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে ধৈর্য রাখার অনুরোধ করা হয়েছে| নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পেয়ে যাবেন সবাই এই আশ্বাসও দিয়েছেন|
এক বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, ব্যাঙ্কগুলিতে যথেষ্ট অর্থ আছে| দেশের সর্বত্র নোট পাঠিয়ে দেওয়ার প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে| ১০ নভেম্বর থেকে ব্যাঙ্কের শাখাগুলি ইতিমধ্যে নোট বদলের কাজ শুরুও করে দিয়েছে| রিজার্ভ ব্যাঙ্কের দাবি, ৫০০, ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই তারা দেশের সর্বত্র ২ হাজার টাকার নতুন নোট ও অন্য অঙ্কের নোট পাঠানোর সব ব্যবস্থা করেছে|
তবে তাদের আয়োজন সত্ত্বেও গ্রাহকদের দুর্ভোগ হওয়ার কথা কার্যত মেনে নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, ব্যাঙ্কগুলির এটিএমগুলিকে নতুন নোট সমেত চালু করতে কিছুটা সময় হয়ত লাগবে, সেটা হয়ে গেলেই সাধারণ মানুষ ১৮ নভেম্বর পর্যন্ত কার্ড পিছু দৈনিক সর্বোচ্চ ২ হাজার টাকা তুলতে পারবেন| তারপর থেকে পাওয়া যাবে কার্ড পিছু প্রতিদিন ৪ হাজার টাকা করে|
বাতিল হওয়া ৫০০, ১০০০ টাকার নোট ফেরত দিয়ে বৈধ নোট তুলতে দেশজু়েড ব্যাঙ্ক, এটিএমের বাইরে দীর্ঘ লাইন দিয়েও সব সময় মিলছে না টাকা| কথা ছিল শুক্রবার থেকে খুলে যাবে সব এটিএম| কিন্তু বাস্তবে দেখা গেল, কোথাও পর্যাপ্ত টাকা নেই, কোথাও বা আবার এটিএম-ই খোলেইনি| ভোগান্তি চরমে অসংখ্য সাধারণ মানুষের| এই পরিস্থিতিতেই সাধারণ মানুষকে ধৈর্য্য ধরার পরামর্শ রিজার্ভ ব্যাঙ্কের |
2016-11-11