পুরানোদের উপর আস্থা নেই, সিপিএম’কে নয়া রূপ দিতে নতুনদের দিকে ঝোঁক মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ পার্টিতে পুরানোদের উপর আর আস্থা রাখতে পারছেন না সিপিএম পলিটব্যুরোর

সমাবেশে বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ ছবি নিজস্ব৷
সমাবেশে বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বৈপ্লবিক চিন্তাধারা থেকে সরে গিয়ে তাঁদের যেভাবে ঘুণে ধরেছে সেই আঁচও তিনি পেয়েছেন৷ ফলে, পার্টিকে নয়া রূপ দিতে পুরানোদের বদলে নতুনদের দলে টেনে আনার বার্তা দিয়েছেন তিনি৷ নতুনদের মধ্যেও যারা সৎ, স্বচ্ছ এবং আত্মস্বার্থ সর্বস্ব চিন্তা থেকে মুক্ত তাদেরকেই দলে নিয়ে আসার বিষয়ে জোর দিয়েছেন তিনি৷ কারণ, সিপিএম ক্রমেই গরিব ও জনদরদি তকমা হারিয়ে ফেলছে৷ আর এজন্যই সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এখন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন লোকদেরই চাইছেন বলে মনে করা হচ্ছে৷
সোমবার নভেম্বর বিপ্লব দিবসের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় অস্তিত্বের প্রশ্ণে বিপ্লবী কমিউনিস্ট পার্টি তৈরি করার ডাক জোরালো ভাবে উঠেছে৷ পঁুজিবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেখানে কমিউনিস্টদের মূল লড়াই সেখানে নতুন মোড়কে পার্টিকে গড়ে তুলতে হবে বলে সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার প্রত্যয় ব্যক্ত করেছেন৷ তার জন্য তিনি রূপরেখাও স্থির করে দিয়েছেন৷ তিনি বলেন, স্বপ্ণ থেকে কিংবা আকাশ থেকে বা মাটি খঁুড়েও পাওয়া যাবে না সেই পার্টি৷ কোন কারখানা বা মৃৎ শিল্পীরাও তা তৈরি করতে পারবে না৷ এর জন্য শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর বিশেষ করে এদের মধ্যে সংগ্রামী বৈপ্লবিক ঐক্যসংহতি গড়ে তোলার মাধ্যমেই তৈরি হবে সেই পার্টি৷ আর সেটা করতে গেলে সমাজের সমস্ত অংশের নিপীড়িত মানুষের কাছে যাওয়ার পাশাপাশি তাদের মন জয় করতে হবে৷ তাঁর দাবি, তাদের উপলব্ধির মধ্যে যেন এটা আসে কমিউনিস্ট পার্টিই পারবে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদকে ধবংস করতে৷
তবে, এই কাজ তিনি আর পার্টির পুরানোদের হাতে তুলে দিতে চাইছেন না৷ তাঁর সাফ কথা, এই কাজ করতে গেলে পার্টিকে সমাজের শ্রেষ্ঠ সন্তানদের যারা সৎ, স্বচ্ছ, আত্মস্বার্থ সর্বস্ব চিন্তা থেকে মুক্ত এবং যারা মানুষের বিপদে তাদের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করে তাদের মধ্যে শ্রেষ্ঠদের দলে আনতে হবে৷
নভেম্বর বিপ্লব দিবসের সার্থকতা বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, আমাদের দেশে যারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজনের বলিরেখা তৈরি করে গণতান্ত্রিক ঐক্যের বেদিমূলে আঘাত হানার হিংস্র চেষ্টা করছে এবং তাদের স্বার্থে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ তিনি বলেন, আমাদের সমাজব্যবস্থায় যে ভারসাম্য রয়েছে তার মধ্যে পরিবর্তন আনতে হবে৷ এখন যেটা দক্ষিণপন্থীর দিকে ঝোঁকে আছে তাকে ঘুরাতে হবে৷ তাঁর দাবি, সাম্প্রদায়িক স্লোগান দিয়ে ধর্মের কথা বলে এদেশে বিভাজনের পরিকল্পনায় চক্রান্ত চলছে৷ তাই, যাদের ধর্মের আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা হচ্ছে এর থেকে তাদের মুক্ত করতে হবে৷ কারণ, শোষণভিত্তিক ব্যবস্থা এখন আমাদের দেশে চলছে৷ ফলে, এই সব কাজ করতে পারলেই নভেম্বর বিপ্লবের আনুষ্ঠানিকতা আসবে বলে তিনি দাবি করেন৷
এদিন সভায় সিপিএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন৷ তাঁর দাবি, এখন দেশে বড় লোকদের সাহায্য করা হচ্ছে এবং গরিবদের ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে৷ তাঁরা মার্কিন সাম্রাজ্যবাদের লেজুরে পরিণত হয়েছে৷ বিজনবাবু সাফ জানান, বিজেপি উলঙ্গ হয়ে এই পরিস্থিতি সৃষ্টি করছে৷ তাই পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদ কিভাবে ধবংস করা যায় সেই দিকেই গুরুত্ব দিতে হবে৷ কারণ, পুঁজিবাদের কারণেই সংকট দেখা দিয়েছে আমাদের দেশেও, মনে করেন বিজনবাবু৷ এজন্য এর বিরুদ্ধে লড়াই আরো জোরদার করার ডাক দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *