নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ কৈলাসহর মহকুমায় একটিমাত্র গ্যাস (এলপিজি) এজেন্সি রয়েছে৷ যার নাম শ্রীমা গ্যাস এজেন্সি৷ মালিক হলেন তপন চক্রবর্তী৷ কৈলাসহর শ্রীমা গ্যাস এজেন্সির ভোক্তা হল ১০৫২৯ জন৷ দীর্ঘদিন ধরেই এই গ্যাস এজেন্সির বিরুদ্ধে ভোক্তারা অতিষ্ঠ৷ ভোক্তারা বছরে বারোটি অর্থাৎ প্রতি মাসে একটা গ্যাস সিলিন্ডার পাওয়ার কথা থাকলেও ভোক্তারা প্রতি তিন অথবা চার মাস পর পর একটি করে সিলিন্ডার পাচ্ছেন৷ এছাড়া এজেন্সির কাছ থেকে ভোক্তাদের যে সিলিন্ডার দেওয়া হয় সে সিলিন্ডারগুলি দেওয়ার সময় পরিমাপ না করে দেওয়া হচ্ছে৷ এবং খোলাবাজারে অন্যত্র সে সিলিন্ডার পরিমাপ করলে দেখা যায় তিন কেজি, চার কেজি গ্যাস কম৷ এসব অভিযোগ থাকা সত্ত্বেও সম্প্রতি ভোক্তারা বৈধ উপায়ে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না৷ কিন্তু খোলা ব াজারে অবৈধভাবে দুহাজার বাইশ-শো টাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে কতিপয় দালালদের কাছ থেকে৷ এই দালালরা এজেন্সির স্টাফদের সাথে যোগাযোগ সুসম্পর্ক রেখেই কালোবাজারি করছে৷ এছাড়াও এই এজেন্সির বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে৷ গ্যাস এজেন্সির এসব অভিযোগ নিয়ে এবার মাঠে নামল কৈলাসহর ব্লক যুব কংগ্রেস৷ সোমবার ব্লক যুব কংগ্রেসের সভাপতি রুনু মিয়া এবং সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব এর নেতৃত্বে এক প্রতিনিধি দল গ্যাস এজেন্সির সামনে এসে বিক্ষোভ দেখিয়ে এজেন্সির মালিককে না পেয়ে এজেন্সির ম্যানেজারের সঙ্গে মত বিনিময় করে জানিয়ে দেয় যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়ে তাহলে কৈলাসহর ব্লক যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে এমনকি এজেন্সির সামনে রাস্তা অবরোধ, এজেন্সির মালিককে ঘেরাও, এসডিএমকে ঘেরাও প্রভৃতি কর্মসূচী করবে৷ বিক্ষোভ কর্মসূচীর পর সংবাদ প্রতিনিধিদের সামনে কৈলাসহর ব্লক যুব কংগ্রেস সভাপতি রুন মিয়া এবং সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব একথা জানান৷
2016-11-08