নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ ভালবেসে বিয়ে করতে গিয়ে পরিবারের অসম্মতির জেরে বিষপানে আত্মহত্যা করল এক যুবক৷ মৃত যুবকের নাম শহদেব দেবনাথ৷ সোনামুড়া মহকুমার ধনপুর এলাকায় তার বাড়ি৷ জানা গেছে, পেশায় কাঠমিস্ত্রি শহদেব দেবনাথ ধনপুরের সংশ্লিষ্ট এলাকারই একটি মেয়েকে ভালবাসত৷ কিন্তু এই ভালবাসায় সম্মতি দিল না উভয় পরিবারের৷ এনিয়ে সম্প্রতি উভয় পরিবারের মধ্যেই মনোমালিন্যেরও সৃষ্টি হয়৷ শনিবার দুপুরে বিষপান করেন শহদেব৷ তাকে সাথে সাথে মেলাঘর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ রাতে জিবি হাসপাতালে মৃত্যু হয় শহদেব দেবনাথের৷
2016-11-07
