নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ অমরপুরের নতুনবাজারে ২০১৩ সালে কালীপুজা ও দেওয়ালী মেলায় গিয়ে নিখোঁজ মেডিক্যাল পড়ুয়া তৃতীয় বর্ষের ছাত্র প্রসেনজিৎ সাহার আজও খোঁজ মিলেনি৷ বন্ধু কৌশিকের সঙ্গে নতুন বাজার কালীপুজায় জুয়ার আসরে গিয়েই নিখোঁজ হয়েছিল প্রসেনজিৎ৷
বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে৷ বিষয়টি অমরপুরের প্রসেনজিতের পরিবারেও সমার্থক৷ ২০১৩ সালের নভেম্বর নতুনবাজারে কালীপুজায় গিয়েছিল প্রসেনজিৎ সাহা৷ তারই বন্ধু কৌশিকের সঙ্গে পুজোয় গিয়েছিল৷ নতুনবাজারে জুয়ার আসরকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে প্রসেনজিৎ সাহাকে হত্যা করা হয়েছিল বলে আশঙ্কা তার পরিবার পরিজনদের৷ প্রসেনজিতের বন্ধু কৌশিক সাহা নাকি বলেছিল ৫ নভেম্বর তাকে অমরপুর নিয়ে আসা হবে৷ পরবর্তী সময় জানা যায় প্রসেনজিতের বন্ধু কৌশিক সাহা নাকি তাকে আটকে রেখেছিল৷ তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজনদের আশঙ্কা৷ সম্প্রতি নতুনবাজারে কালীপুজা উপলক্ষ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনার পর ২০১৩ সালে প্রসেনজিৎ সাহা নিখোঁজ রহস্যও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷ রাজ্য পুলিশ ও সিআইডির উপর আস্থা হারিয়ে প্রসেনজিতের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে৷ হত্যা মামলার তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি তুলেছে নিখোঁজ মেডিক্যাল পড়ুয়া প্রসেনজিতের পরিবার৷ নতুনবাজারে কালীপুজোয় জুয়ার আসরকে কেন্দ্র করে প্রতিবছরই যেসব ঘটনা ঘটে চলেছে তা খুবই ন্যাক্কারজনক৷ এধরনের কার্যকলাপ বন্ধ করতে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভে ফঁুসছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ৷
2016-11-07
