কাটাখালের জলে ডুবে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির৷ নিহত যুবকের নাম বিশ্বজিৎ রায়৷ রবিবার দুপুরে আগরতলার প্রগতি সুকলের পেছনে ভাটি অভয়নগরের মধ্যদ্বীপের ঋষি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে৷
ভাটি অভয়নগরের মধ্যদ্বীপের ঋষি কলোনি এলাকায় বিশ্বজিৎ রায় নামের এক যুবকের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে দুলাল দেবের ছেলে বিশ্বজিৎ দেব বাড়ি যাবার উদ্দেশ্যে কাটাখালে পার হবার সময় পা পিছলে জলে পড়ে যান৷ এই সময় এলাকার এক মহিলা ঘটনাটি দেখতে পেয়ে লোকজনের ডেকে ঘটনাটি বলেন৷ খবর শুনে সংশ্লিষ্ট এলাকার কিছু যুবক কাটাখালে নেমে বিশ্বজিৎকে খঁুজতে থাকেন৷ প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় তারা বিশ্বজিৎকে জল থেকে উপরে তুুলেন৷ ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন পেশায় গাড়ির গ্যারেজের কর্মী বিশ্বজিৎ৷ এদিন প্রত্যক্ষদর্শী এক মহিলা ঘটনার বিবরণে এমনটাই জানান৷ তিনি জানান, প্রায় সময়ই মদমত্ত অবস্থায় থাকতেন বিশ্বজিৎ৷ খবর শুনে আসেন পুলিশও৷ পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটি জিবি হাসপাতালের মর্গে নিয়ে যান৷ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে৷