জিরানীয়ায় চুরি পঞ্চায়েত অফিসে

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ জিরানীয়া থানার অধীন বড়জলা পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরি হয়েছে৷ শুক্রবার রাতে কোন এক সময় চোরের দল ঐ অফিসে হানা দিয়েছে৷ জানা গিয়েছে, ঐ পঞ্চায়েত অফিসের তালা ভেঙ্গে ঘরে ঢুকে চোরেরা ১২৮টি টিনের জিআই শীট নিয়ে গিয়েছে৷ সেই সঙ্গে একটি কম্পিউটার সেটও নিয়ে গিয়েছে চোরেরা৷ শনিবার সকালে বিষয়টি পঞ্চায়েত কর্মকর্তাদের নজরে আসে৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি জিরানীয়া থানার পুলিশকে জানানো হয়৷  পঞ্চায়েত অফিসে গিয়ে পুলিশ তথ্য সংগ্রহ করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ চোরদের পাকড়াও করা তো দূরের কথা মালপত্রের সন্ধানও পায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *