BRAKING NEWS

বিশ্বের সর্ববৃহত্ মহাকাশ টেলিস্কোপ নির্মাণের কাজ শেষ করল নাসা

nasaওয়াশিংটন, ৪ নভেম্বর (হি.স.) : বিশ্বের সর্ববৃহত্ মহাকাশ টেলিস্কোপ নির্মাণ কাজ শেষ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা| প্রায় দুদশকের বেশি সময় ধরে গবেষণা করে টেলিস্কোপটি নির্মাণ কাজ শে, করতে চলেছে তারা|
‘দি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’ নামে টেলিস্কোপটি গবেষণার সফল উদাহরণ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংস্থার বিজ্ঞানীরা| ২০১৮ সালের অক্টোবর মাসে ফ্রান্সের গায়ানা থেকে ইউরোপিযা আরিয়ান রকেটে উত্ক্ষেপণের সময় টেলিস্কোপটি ব্যবহার করা হবে|
এই স্পেস টেলিস্কোপ প্রকল্পের প্রবীন বিজ্ঞানী নোবেল বিজয়ী জন মাথার এক সাংবাদিক সম্মেলনে বলেন, টেলিস্কোপের কাজ শেষ হয়েছে| আমরা এর উদযাপন করতে চলেছি| টেলিস্কোপটি জ্যোতির্বিদ্যা গবেষণায় নতুন দিক খুলে দেবে| তিনি আরও বলেন, এরকম শক্তিশালী টেলিস্কোপ আমরা আগে কখনও দেখিনি| লক্ষ্যবস্তু দেখার জন্য, সূর‌্যের আলোর প্রতিফলন, তাপ বিকিরণ, পরিমাপ ও বিশ্লেষণে টেলিস্কোপটি অনন্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *