BRAKING NEWS

বাজারে ছড়িয়ে বিপুল পরিমাণের জাল ১০ টাকার কয়েন নিয়ে আতঙ্ক

10-rupees-coin-newনয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : ছোট দোকানদার থেকে শুরু করে গরিব মানুষের অর্থ লেনদেনের বিষয়ে আতঙ্ক ছড়াচ্ছে জাল ১০ টাকার কয়েন| গত বছরই অপরাধ দমন শাখা জাল কয়েনের একটি বড় চক্রকে গ্রেফতার করেছে| বাজেয়াপ্ত করা হয়েছে মুদ্রাও| তৱু, তাঁদের তৈরি করা জাল মুদ্রা বিপুল পরিমানে ছড়িয়ে পড়েছে বাজারে| তাতেই চিন্তায় প্রশাসন| মূলত, পার্থক্য থাকছে মুদ্রায় গড়নে| মূদ্রার একদিকে থাকে একটি ভারতীয় রুপির চিহ্ন| ১০ সংখ্যাটিও লেখা থাকে অনেক ছোট করে, নীচের দিকে| এসবই পাল্টে যাচ্ছে নকল টাকায়| কিন্তু কাজের মধ্যে বা টাকা লেনদেনের সময় অনেকেরই ১০ টাকার মুদ্রা খুব একটা দেখে শুনে নেওয়ার অভ্যাস নেই| তাই সহজেই বাজারে চলে যাচ্ছে নকল টাকা| তাতেই বাড়ছে বিপত্তি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *