নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ বিশ্বাসঘাতক ভন্ড প্রেমিকের ফাঁদে পড়ে গণধর্ষণের শিকার হল এক উপজাতি কিশোরী৷ ঘটনা বিশালগড়ের ধনঞ্জয় কুমার পাড়ায়৷ অপমানে, অভিমানে, লজ্জায় ও ঘৃণায় কিশোরীটি শেষ পর্যন্ত বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷ বর্তমানে সে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷
বিশালগড়ের ধনঞ্জয় কুমার পাড়ার এক কিশোরী তার প্রেমিকের ফাঁদে গড়ে গণধর্ষণের শিকার হয়েছে৷ ভন্ড বিশ্বাসঘাতক প্রেমিকের নাম লব দেববর্মা৷ কিশোরীটির সঙ্গে তার গত দুই বছর ধরে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে৷ পরিবারের লোকজনরাও তা জানত৷ সেই সুবাদে গত ৩১ অক্টোবর রাতে কালী পুজো উপলক্ষ্যে অনুষ্ঠান দেখার নাম করে বাইকে করে প্রেমিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ অনুষ্ঠান দেখার পর বাড়ি ফেরার পথে একটি নির্জন জায়গায় বাইক নামিয়ে তার আরও তিন বন্ধুকে ফোন করে সেখানে আনে৷ ৪ জন মিলে কিশোরীটিকে গণধর্ষণ করে৷ সে বাড়িতে ফিরে অপমানে অভিমানে ১লা নভেম্বর সকাল ১০টা নাগাদ বিষপান করে৷ তাকে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আজ জিবিতে স্থানান্তর করা হয়৷ তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে৷ ঘটনা সম্পর্কে তথ্য জানান ধর্ষিতা কিশোরীর বাবা৷
ধর্ষিতার পক্ষ থেকে বিশালগড় থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে এফআইআর করেনি পুলিশ৷ পরবর্তী সময়ে এফআইআর গ্রহণ করা হয়৷ অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷
2016-11-04