BRAKING NEWS

জঙ্গির এনকাউন্টারের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ মধ্যপ্রদেশ সরকারের

MPভোপাল, ৪ নভেম্বর (হি.স.) : অবশেষে আট সিমি জঙ্গির এনকাউন্টারের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল মধ্যপ্রদেশ সরকার| বিরোধী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এব্যাপারে শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠে| সিমির আট জঙ্গির জেল থেকে পালানো ও তাদের এনকাউন্টার-এই দুটি ঘটনা নিয়েই তদন্ত হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে| মধ্যপ্রদেশ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এসকে পান্ডের নেতৃত্বে এই তদন্তের কাজ করা হবে বলে জানা গিয়েছে|
মধ্যপ্রদেশ সরকারের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিচারপতি পান্ডের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে| তারা সিমির জঙ্গিদের জেল থেকে পালানো ও এনকাউন্টারের ঘটনার তদন্ত করবে|
ভোপাল জেল থেকে পালানো সিমির আট জঙ্গিদের এনকাউন্টার ভুয়ো বলে অভিযোগ তুলে আগেই সরব হয়েছিল বিরোধীরা| অবশেষে ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার|
এদিকে ঘটনার তদন্তে নেমে একাধিক অসঙ্গতি সামনে এসেছে সিআইডির হাতে| সিআইডির সন্দেহ জেলের ভেতরেই কেউ ওই জঙ্গিদের পালাতে সাহায্য করেছিল| তাই একজন সাব জেলার ও দুই কারারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা|
তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য এসেছে তাদের হাতে| জানা গিয়েছে, জেলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই সিমির প্রধান নেতাকে জেলের এ ব্লক থেকে বি ব্লকে নিয়ে আসা হয়| তাছাড়া বি ব্লকে আরও ১৭ জন আসামী ছিল| তাদেরকে এড়িয়ে কীভাবে একজন কনস্টেবলকে মেরে পালিয়ে ছিল জঙ্গিরা এই প্রশ্নও ভাবাচ্ছে গোয়েন্দাদের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *