রামনগর ও প্রেমতলায় দু’জনের লাশ উদ্ধার, আড়ালিয়ায় হত্যার লক্ষ্যে কুপিয়ে জখম এক ব্যক্তিকে

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা/চুড়াইবাড়ি, ১ নভেম্বর৷৷ রাজ্যে খুনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ এতদিন নারী সংক্রান্ত অপরাধ নিয়ে প্রশাসনকে সমালোচনার মুখ্য পড়তে হচ্ছিল৷ এখন নতুন করে গণহারে খুনের ঘটনা ঘটছে৷ একই দিন দুটি স্থানে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ একজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ অন্যজনের মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ এদিকে, আরও এক জনকে হত্যার লক্ষ্যে কুপিয়ে জখম করা হয়েছে৷ একের পর এক খুনের ঘটনায় বিভিন্ন মহলে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷ গত এক মাসে রাজ্যের বিভিন্ন স্থানে এক ডজনেরও বেশী খুনের ঘটনা ঘটেছে৷ কোন কোন ক্ষেত্রে তদন্তে উঠে এসেছে পারিবারিক বিবাদের জেরে হত্যা৷ আবার কোন ক্ষেত্রে খুনের রহস্য উদাঘটন করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে পুলিশ৷ যদিও প্রতিটি ক্ষেত্রেই পুলিশ মামলা নিয়েছে৷
রামনগর ৮ নম্বর এলাকায় মঙ্গলবার সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷ নিহতের নাম প্রদীপ আচার্য৷ ঘটনায় গোটা রামনগর এলাকায় চাঞ্চল্য৷
মঙ্গলবার সাত সকালে রামনগর ৮নম্বর এলাকার শেষপ্রান্তে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ নিহত ব ক্তির নাম প্রদীপ আচার্য৷ বয়স আনুমানিক ৪৫৷ নিহতের বাড়ি সংলগ্ণ এলাকায় সোমবার সকালে রামনগর ৮ নম্বর এলাকার ড্রেনে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রামনগর ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷ ঘটনায় গোাট এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এদিকে জামাতা বিনয় দাসের হাতে এই প্রদীপ আচার্যকে খুন হতে হয়েছে বলে নিহতের কন্যা জানালেন৷
বর্তমানে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে৷ এব্যাপারে গ্রেপ্তারের কোন খবর পাওয়া যায়নি৷
কালীপূজার দ্বিতীয় রাতে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের৷ জানা গিয়েছে স্ত্রীর সাথে কিছুটা পারিবারিক বিবাদের জেরেই মৃত্যু৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে ঊনকোটি জেলার কৈলাসহরের বাসিন্দা দুর্গা গৌর (৩৩) কর্মসূত্রে চুড়াইবাড়ি থানার অধীন প্রেমতলার রুনুবালা করের বাড়িতে ভাড়া থাকতেন৷ পেশায় পাথর ভাঙ্গার শ্রমিক৷ গতকাল রাতে তার স্ত্রীর সাথে কিছু বিষয় নিয়ে বিবাদের জেরে বাড়ি থেকে বেরিয়ে যায়৷ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, প্রায়ই নাকি স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ হয়৷ গতকাল রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়৷ আজ সকালে দুর্গা গৌর পুকুরে স্নাত করতে এসে জলে ডুবে মারা যায়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ ময়না তদন্তের পর পুলিশ ডাক্তারের বক্তব্য উদ্বৃতি দিয়ে জানিয়েছে দুর্গা গৌরের শরীরে ও বুকে নাকি প্রচন্ড ব্যথা হওয়ার কারণেই সে মারা গিয়েছে৷ জলে ডুব দিয়ে আর শ্বাস ফিরিয়ে আনতে পারেনি সে৷ আর তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ একটি আস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷
এদিকে, আড়ালিয়া ঋষি কলোনিতে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতের নাম চন্দন ঋষিদাস৷ পেশায় ঢাক বাদক৷ প্রতিবেশী উত্তম ঋষিদাসের সঙ্গে লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে৷ আহত চন্দন ঋষিদাসকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে আগরতলা পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *