করাচি, ১ নভেম্বর (হি.স.): পাকিস্তানের গদানি শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮| আহতের সংখ্যা ৫০-এরও বেশি| পাকিস্তানের করাচি থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত গদানি শিপব্রেকিং ইয়ার্ড| মঙ্গলবার এখানেই তেল ট্যাঙ্কারে পরপর বিস্ফোরণ হয়| গদানি শিপব্রেকিং ইয়ার্ড হল বিশ্বের তৃতীয় বৃহত্তম শিপব্রেকিং ইয়ার্ড|
ভয়াবহ এই ঘটনা ব্যক্ত করতে গিয়ে ইউনিয়ন প্রেসিডেন্ট বশীর মেহমুদানি বলেছেন, যা ঘটেছে তা অত্যন্ত ভয়াবহ| পুড়ে যাওয়া শিপটিতে আরও কতজন শ্রমিক আটকে রয়েছেন সেই সংখ্যা এখনও নিশ্চিত নয়|
2016-11-02