দলীয় নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ দলীয় নেতাকর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে এবং ঘটনায় রাজ্যপালের

রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মঙ্গলবার আগরতলায় রাজ্যপালের সাথে দেখা করেন বিজেপি রাজ্য কমিটির এক প্রতিনিধি দল৷ নিজস্ব ছবি৷
রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মঙ্গলবার আগরতলায় রাজ্যপালের সাথে দেখা করেন বিজেপি রাজ্য কমিটির এক প্রতিনিধি দল৷ নিজস্ব ছবি৷

হস্তক্ষেপের দাবিতে রাজ্যপাল তথাগত রায়ের কাছে ডেপুটেশান প্রদান করল বিজেপি৷
রাজ্যে শাসক দল সিপিএম বিরোধী বিজেপি নেতা কর্মীদের উপর ক্রমাগত আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ৷ সে অভিযোগের ভিত্তিতে বিজেপির রাজ্য কমিটির পক্ষ থেকে মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে এবং এব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে রাজ্যপাল তথাগত রায়ের কাছে ডেপুটেশান প্রদান করে৷ সে কথাই জানালেন বিজেপির মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক৷ এদিন রাজ্য বিজেপির ৭ জনের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে দিয়ে আসেন৷ এব্যাপারে রাজ্যপালের প্রতিক্রিয়া জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *