নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় জয়শংকর সিং খুনের মামলায় ধৃত রঞ্জন রায় ও ব্রাহাম দেবরায়কে সোমবার আদালতে তোলা হলে সিজেএম কোর্টের বিচারক তাদের ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন৷ এদিকে, এই খুনের ঘটনায় মুখ্য অভিযুক্ত মনজিৎ রায়কে মঙ্গলবার তিনদিনের পুলিশ রিমান্ড শেষে পুনরায় আদালতে তোলা হবে৷
উল্লেখ্য, জয়শংকর সিং খুনের মামলায় পুলিশ প্রথমে রঞ্জন রায়কে আটক করে৷ আগরতলা থেকে পালানোর সময় অপর অভিযুক্ত ব্রাহামকে দেবরায়কে বাধারঘাট রেলস্টেশন থেকে আটক করে পুলিশ৷ গত শনিবার গভীর রাতে এই খুনের মুখ্য অভিযুক্ত মনজিৎ রায়কে কলমচৌড়া থানার অধীন মধ্যপাড়া থেকে এনসিসি থানার পুলিশ আটক করে৷ তার কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
2016-11-02