অমৃতসর, ২ নভেম্বর (হি.স.): ঘন কুয়াশার কারণে অমৃতসরের গুরু রাম দাস জী আন্তর্জাতিক বিমানবন্দরে বিঘ্ন ঘটল উড়ান পরিষেবায়| বিমানবন্দর সূত্রের খবর, ৱুধবার সকালে ঘন কুয়াশার কারণে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান পরিষেবা বিলম্বিত হয়| বেশ কিছু সময়ের জন্য বন্ধ থাকে উড়ান পরিষেবা| যে সমস্ত বিমান পরিষেবা বিলম্বিত হয়, সেগুলি হল, এয়ার ইন্ডিয়া, কাতার এয়ারওয়েজ, স্পাইসজেট এবং এয়ার কানাডা|
আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বছরের এই সময়ে ঘন কুয়াশা হওয়া স্বাভাবিক ব্যপার|
2016-11-02