কুঞ্জবনে শিশুকন্যা ধর্ষিতা, ধৃত যুবক জেল হেপাজতে

lock-upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের কুঞ্জবন এজি কলোনি এলাকায় ৫ বছরের শিশু কন্যা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে জেল হেপাজতে পাঠিয়েছে আদালত৷ আগামীকাল জেলা ও দায়রা জজ আদালতে অভিযুক্তকে পুনরায় তোলা হবে৷
রাজধানী আগরতলা শহরের কুঞ্জবন এজি কলোনি এলাকায় সোমবার সন্ধ্যা নাগাদ ৫ বছরের এক শিশু কন্যাকে তুলে নিয়ে একটি ঘরে ধর্ষণ করে স্থানীয় এক যুবক৷ শিশুটির গোপন অঙ্গে মারাত্মক জখম হয়েছে৷ এব্যাপারে কিন্তু কন্যার পরিবার জিবি পুলিশ আউট পোস্টে অভিযোগ জানাতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ৷ মামলা না নিয়ে ঘটনার মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেয় জিবি আউট পোস্টের পুলিশ৷ তাতে ক্ষুব্দ হয়ে শিশুটির পরিবারের লোকজনরা আগরতলা পূর্ব মহিলা থানায় এসে লিখিত অভিযোগ জানান৷ অভিযোগ পাবার পরপরই মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ অভিযুক্ত উত্তম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ তাকে ১ম শ্রেণীর বিচার বিভাগীয় আদালতে তোলা হয়৷ পক্সো ধারায় মামলা গৃহীত হওয়ায় মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে৷ তাকে একদিনের জন্য জেল হাজতে পাঠানো হয়েছে৷ আগামীকাল তাকে পুনরায় আদালতে তোলা হবে৷ কুঞ্জবন এজি কলোনি এলাকায় শিশু কন্যা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *