নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ৪-বড়জলা (তপশিলী জাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন

প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ আমরা বাঙালী দলের প্রার্থী বিমল দাস মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ তিনি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরীর কাছে তার মনোনয়নপত্র জমা দেন৷ এদিকে খোয়াই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রণব বিশ্বাস এদিন মনোনয়ন পত্র দাখিল করেছেন৷ উল্লেখ্য, আগামীকাল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন৷