নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ ৪-বড়জলা (তপশিলী জাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সুস্থ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯ জন সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে৷ সেক্টর অফিসার হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তারা হলেন অরুণ ভট্টাচার্য, উপধিকর্তা কৃষি দপ্তর, বিশ্বজিৎ পাল, কার্যনির্বাহী প্রকৌশলী পূর্ত দপ্তর, সুবোধ দেববর্মা, কার্যনির্বাহী প্রকৌশলী, আগরতলা পুর নিগম, সুকলাল বৈদ্য উপধিকর্তা কৃষি দপ্তর সৌমিত্র দাস যুগ্ম অধিকর্তা উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর রাজীব দেববর্মা কার্যনির্বাহী প্রকৌশলী পূর্ত দপ্তর এবং সুজয় দত্ত চৌধুরী উপধিকর্তা, উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর৷ আজ পশ্চিম জেলার নির্বাচন কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে৷
2016-10-29