দিল্লিতে নিষিদ্ধ হচ্ছে প্রকাশ্যে মদ্যপান

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : দিল্লিতে নিষিদ্ধ হচ্ছে প্রকাশ্যে মদ্যপান| এবার থেকে দিল্লিতে প্রকাশ্যে মদ্যপান করলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে | আর ঝামেলা করলে তার পরিমাণ দাঁড়াতে পারে ১০ হাজার টাকা| সঙ্গে হতে পারে তিন মাসের জেলও| এরকমটাই ঘোষণা করেছে দিল্লি সরকার| আগামী ৭ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা লাঘু হবে|
দিল্লি সরকারের হয়ে এই ঘোষণাটি করেছেন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া| তিনি জানিয়েছেন, প্রকাশ্যে মদ্যপান বন্ধ করতে একটি অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে| এর সঙ্গে মদের দোকানের সামনে মদ্যপান বন্ধ করতে ৭ নভেম্বর পর‌্যন্ত চালানো হবে সচেতনতামূলক কর্মসূচিও| মহিলাদের নিরাপত্তার কথা ভেবে ও আইন-শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানা গেছে|
মণীশ সিসোদিয়া বলেন, ৭ নভেম্বরের পর থেকেই প্রকাশ্যে কেউ মদ্যপান করতে গিয়ে ধরা পড়লেই তাঁকে ৫ হাজার টাকা দিতে হবে| আর মদ খেয়ে কেউ প্রকাশ্যে ঝামেলা করলে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাঁকে গ্রেফতারও করা হতে পারে|
এদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগেই ময়ূর বিহারের একটি মদের দোকানে তল্লাশি চালায় দিল্লি পুলিশ| তার সামনে প্রকাশ্যেই বেশ কয়েকজনকে মদ্যপান করতে দেখা যায়| তাঁদের ধরা হয় হাতেনাতে| এরপরই ওই মদের দোকানের লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়|