নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ আগরতলা-আখাউড়া রেল প্রকল্প নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে রাজ্যে

এসেছেন ভারত এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা৷ বুধবার আগরতলা রাজ্য অতিথিশালায় দুদেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে৷ সে মোতাবেক মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন৷ প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দপ্তরের ডিজি সুব্রত মৈত্র, রেলমন্ত্রকের অতিরিক্ত সচিব শশী সিং এবং মহম্মদ মশিউর রহমান, কাজি মহম্মদ রফিকুল আলম, মহম্মদ নজরুল ইসলাম, মহম্মদ রাজোয়ানুর রহমান, সাহিদুল ইসলাম, ইসরাত আরা সহ মোট ১৮ জন সদস্য৷ এদিকে, ভারত সরকারের প্রতিনিধি দলে রয়েছেন বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব অজিত গুপ্তা, উপসচিব প্রেমকুমার নায়ার এবং রেলের আধিকারিক অজিত পন্ডিত, হরপাল সিং, অনিল জৈন, সৈয়েল কুমার গুপ্তা এবং দীবাঞ্জন রায়৷ বুধবার আগরতলা- আখাউড়া রেল প্রকল্প নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে৷
উল্লেখ্য, আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে মোট ১৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে৷ তাতে বাংলাদেশের অংশে ১০ কিলোমিটার এবং ভারতের অংশে ৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে৷ এই প্রকল্পে ভারতের অংশে রেলপথ নির্মাণে ডোনারমন্ত্রক অর্থ বরাদ্দ করেছে৷ অন্যদিকে, বাংলাদেশের অংশে রেলপথ নির্মাণে ভারতের বিদেশমন্ত্রক অর্থ বরাদ্দ করেছে৷ ইতিমধ্যে জমি অধিগ্রহণের অর্থমঞ্জুর হয়েছে৷ জমি অধিগ্রহণের কাজও এপার-ওপারে শুরু হয়ে গেছে৷ বাংলাদেশ প্রতিনিধি দলের জনৈক সদস্য জানিয়েছেন, ২০১৮ সালের মধ্যে এই রেলপথ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এই রেলপথ নির্মাণে বাংলাদেশের অংশে খরচ হবে ৩৮৮ কোটি টাকা এবং ভারতের অংশে খরচ হবে ৫৮০ কোটি টাকা৷ এই রেলপথ নির্মাণ হলে যোগাযোগের ক্ষেত্রে ত্রিপুরা আরো একধাপ এগিয়ে যাবে৷