BRAKING NEWS

আসাম থেকে বোল্ডার আমদানিকে কেন্দ্র করে চুড়াইবাড়িতে যক্ষযজ্ঞ

bolderনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৮ অক্টোবর৷৷ আসাম থেকে রাজ্যে বোল্ডার প্রবেশকে ঘিরে চুড়াইবাড়ি গেইটে পাথর শ্রমিক ও অরিএন্টাল কোম্পানীর মধ্যে দক্ষযজ্ঞ ঘটনা ঘটে৷ গত বছর খানেক ধরে বহি,রাজ্যের নির্মাণ সংস্থা অরিত্রন্টাল কোম্পানী রাজ্য সরকার থেকে জাতীয় সড়কের মেরামতের কাজ পায় টেন্ডারের মাধ্যমে৷ আগরতলা থেকে উদয়পুর মেইন সড়কের কাজ চলছে৷ আর সেই নির্মাণ কাজের দায়িত্ব সমঝে দেওয়া হয় বহি,রাজ্যের নির্মাণ সংস্থা অরিএন্টাল কোম্পানীকে৷ তাতে সেই কাজের জন্য প্রচুর পাথরের প্রয়োজন৷ তাই অরিএন্টাল কোম্পানী তাদের নিজস্ব একটি ক্রেসার মেশিন বসিয়ে আসাম থেকে প্রতিদিন ১৫-২০ গাড়ি বোল্ডার রাজ্যে প্রবেশ করাচ্ছে৷ তাতে বাঁধ সাজে চুরাইবাড়ি  বোল্ডার মার্চেন্ট এ্যাসোসিয়েশন৷ তারা বিগত কয়েকদিন ধরে রাজ্যে প্রবেশের পথে চুরাইবাড়ি বোল্ডার মার্চেন্ট এ্যাসোসিয়েশন বোল্ডার প্রবেশে বাঁধা দেয়৷ কারন বিগত ২০০৮ সালে চুরাইবাড়ি সেইলটেক্স গেইট মর্ডান চেকপোস্টে পরিণত হওয়ার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের দারস্থ হয়ে চুরাইবাড়ির বোল্ডার মার্চেন্ট এ্যাসোসিয়েশন এবং পাথর ভাঙ্গা শ্রমিকরা  লিখিত আবেদনের মাধ্যমে দাবি জানান, যে চুরাইবাড়ি অভারলোড বোঝাই বোল্ডার লরি বিনা করে যাতে চুরাইবাড়িতে প্রবেশ করতে পারে৷ তখন প্রবেশ দ্বারের প্রায় ২০ হাজার শ্রমিকের কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী অলিখিত ভাবে চুরাইবাড়িতে বোল্ডার প্রবেশের ছাড়পত্র দেন৷ সেই মোতাবেক দীর্ঘদিন ধরে চুরাইবাড়িসহ বাগবাসা পর্যন্ত বোল্ডার প্রবেশের অনুমতি দেন৷ তাতে প্রায় ২০ হাজার শ্রমিক পাথর শিল্পের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করেন৷ কিন্তু এখন বহি,রাজ্যের বড় বড় নির্মাণসংস্থা রাজ্যে বোল্ডার প্রবেশের ফলে রাজধানীসহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঠিকাদাররা চুরাইবাড়ি থেকে আর পাথর ক্রয় করেন না৷ তাতে ভাটার টান পড়ে চুরাইবাড়ির পাথর ব্যবসায়ীদের উপর৷ আর সেই সঙ্গে পাথরভাঙ্গা শ্রমিকরাও তাদের কর্ম থেকে বাদ পড়তে থাকেন৷ তাই অবশেষে বোল্ডার মার্চেন এ্যাসোসিয়েশন পথে নামে৷ আর আজ তারাই বহি,প্রকাশ ঘটে৷ তাই অবস্থায় বেগতিক দেখে প্রশাসন কর্তৃপক্ষ প্রচুর পরিমান পুলিশ  মোতায়ত করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *