BRAKING NEWS

বিপজ্জনক অবস্থায় বিদ্যুৎ পরিবাহি তার, হেলদোল নেই নিগম কর্তাদের

electricity lineনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ অক্টোবর৷৷ বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে পশ্চিম তেলিয়ামুড়া গাঁওসভার করকরি এলাকায় যেকোন সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে৷ এলাকার ভুক্তভোগী জনগণের কথায় পাত্তাই দিচ্ছেন না বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা৷
তেলিয়ামুড়া ব্লকের পশ্চিম তেলিয়ামুড়া গাঁওসভায় দীর্ঘ কুড়ি বছর ধরে বসবাস করছেন সুশীল ভৌমিকসহ বেশকিছু পরিবার৷ বছর চারেক আগে ঝড়ে এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়েছিল৷ জরুরী ভিত্তিতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার তাদিদে বিদ্যুতের খঁুটির নির্ধারিত উঁচু স্থানে বিদ্যুতের তার না টেনে অনেক নিচে বিদ্যুতের খঁুটিতে তারগুলি টেনে বিদ্যুৎ ব্যবস্থা আপাতত স্বাভাবিক করা হয়েছিল৷ অপেক্ষাকৃত নিচু স্থানে বিদ্যুতের খঁুটিতে বিদ্যুৎ পরিবাহী তার বেধে বিদ্যুৎ সরবরাহ করায় বিপাকে পড়েন ওই এলাকার মানুষ৷ বিদ্যুতের তার অনেকের ঘরের ছাউনীর খুব কাছাকাছি স্থান দিয়ে বয়ে গেছে৷ বাতাস বইলে তারগুলি ঘরের ছাউনীতে লেগে যায়৷ ফলে দূর্ঘটনার আশঙ্কা থেকেই যায়৷ এলাকার সুশীল ভৌমিকসহ অনেকেই বিষয়টি বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া অফিসে জানা৷ কিন্তু এ বিষয়ে ইতিবাচক কোন সাড়া মিলেনি৷ তাতে ক্ষোভে ফুসছেন এলাকাবাসী৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে কোনও সময় প্রাণহানীর ঘটনাও ঘটতে পারে৷ ঝড় তুফান আসলে বিদ্যুৎ আতঙ্কে সুশীল ভৌমিকের পরিবারের লোকজনরা ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন বলে জানান সুশীলবাবু৷ অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে তারা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *