BRAKING NEWS

ফেডারেশনে ভাঙন, সভাপতি সহ ১০৬ জন কর্মচারী নেতা তৃণমূলে

federationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ কংগ্রেসের কর্মচারী সংগঠনের শীর্ষ নেতৃত্বদের একাংশ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ বুধবার ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ এবং মহাসচিব  সমর রায়ের নেতৃত্বে ১০৬ জন কর্মচারী নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ তৃণমূলে যোগ দিয়ে সমরবাবু বলেন, দীর্ঘদিন কংগ্রেসের ব্যানারে থেকে কর্মচারীদের স্বার্থে বহু আন্দোলন করা হলেও প্রকৃত অর্থে সম্পূর্ণটাই বিফলে গেছে৷ কংগ্রেস-সিপিএম হাতে হাত ধরে চলছে৷ এর মাঝে এ রাজ্যে কর্মচারীদের স্বার্থে কোন আন্দোলনই সার্থক হবে না৷ এই বিষয়টি অনুভব করতে পেরেই তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷ তিনি দাবি করে বলেন, আগামী দিনে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সমস্ত সরকারি কর্মচারীদের স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷ ত্রয়োদশ এবং চতুর্থদশ অর্থ কমিশনের বঞ্চনা কথা বলে রাজ্য সরকার যেভাবে   সরকারি কর্মচারীদের ঠকাচ্ছে তার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে৷ এদিন এনিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণও বলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের স্বার্থে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে সবরকম সহযোগিতা তিনি করবেন৷ পাশাপাশি এও বলেন, ত্রয়োদশ ও চতুর্থদশ অর্থ কমিশন কোনদিক দিয়ে রাজ্যকে বঞ্চিত করেনি৷ ফলে, কর্মচারীদের পাশে তৃণমূল কংগ্রেস সবসময় থাকবে বলে সুদীপবাবু জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *