BRAKING NEWS

খোয়াই ও বড়জলা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সিপিএম, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে নীরব বিরোধীরা ভোট চাইবেন কিভাবে ঃ খগেন দাস

left largeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ রাজ্যের দুটি আসনে উপনির্বাচন ঘোষণা হতেই প্রার্থীদের নাম প্রকাশ করল বামফ্রন্ট৷ চার বড়জলা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হিসেবে ঝুমু সরকার এবং ২৫ খোয়াই কেন্দ্রে বিশ্বজিৎ দত্তের নাম ঘোষণা করা হয়েছে৷ সোমবার রাতে সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান খগেন দাস৷
এদিন তিনি বলেন, কংগ্রেসের বিধায়ক জীতেন সরকার পদত্যাগ করায় এবং রাজ্য মুখ্যসচেতক সমীর দেবসরকার প্রয়াত হওয়ায় বড়জলা এবং খোয়াই আসনটি শূন্য হয়ে পড়ে৷ এই দুই আসনে আগামী ১৯ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ তিনি দাবি করে বলেন, খোয়াইতে গত বারের তুলনায় আরো বেশি মার্জিনে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী জয়ী হবেন৷ এদিকে, গত বিধানসভা নির্বাচনে বড়জলা কেন্দ্রে অল্প মার্জিনে পরাজিত হয়েছিলেন সিপিএম প্রার্থী৷ এদিন খগেনবাবু দাবি করে বলেন, উপনির্বাচনে বড়জলা কেন্দ্রে বিশাল ব্যবধানে বামফ্রন্ট মনোনীত প্রার্থী জয়ী হবেন৷ উন্নয়ন এবং শান্তি উপনির্বাচনে প্রচারের মূল বিষয় হবে বলে জানান তিনি৷ তাঁর দাবি উগ্রপন্থার দমন করে রাজ্যে শান্তি শৃঙ্খলা বামফ্রন্ট সরকার বজায় রেখেছে তা গোটা দেশের মধ্যে বিরল৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় বঞ্চনা এবং সীমিত ক্ষমতার মধ্যেও রাজ্যের উন্নয়নের গতি ধারা বামফ্রন্ট সরকার যেভাবে বজায় রেখেছে তাও দেশে নজির সৃষ্টি করেছে৷ তিনি দাবি করে বলেন, বিরোধী দল কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে৷ তাই ভোটারদের কাছে ভোট চাইবেন কিভাবে সে বিষয়ে খগেনবাবু বিরোধীদের কটাক্ষ করেন৷ ১৯৮৮ সালের উগ্রপন্থীদের মদত নিয়ে বামফ্রন্টকে পরাস্থ করা হয়েছিল৷ তাতে তৎকালীন কেন্দ্রীয় সরকারেরও সহযোগিতা ছিল বলেন অভিযোগ করেন খগেনবাবু৷ তিনি দাবি করে বলেন, কিছু কিছু শক্তি আছে বিরোধী দলগুলির মধ্যে যারা অশান্তির বাতাবরণ সৃষ্টির অপচেষ্টা প্রতিনিয়ত করে চলেছে৷ উপনির্বাচনে গণদেবতারা এর জবাব দেবেন বলে তিনি আশাবাদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *