নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ অক্টোবর৷৷ ঠিকাদারের সাথে বিল নিয়ে আইনি ঝামেলার কারনে সেতু নির্মাণের পর যাতায়াত করতে পারছেন না হালাইর পার ও ছৈইনতৈল এলাকায় বাসিন্দারা৷ ২০১০ সালে হালাইর পার রাস্তায় সেতু নির্মাণ এর কাজ শুরু হয়েছিল৷ নির্মাণ কাজ শেষ হয় ২০১২ সালে৷ এই সেতু চালু হলে ছনতৈল, ডলুগাঁও জারুলতাল সহ বিস্তার এলাকায় মানুষ উপকৃত হতেন৷ পণ্য পরিবহন সুগম হত৷ বর্তমানে ছোট কাঠের সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারে না৷ ছোট গাড়ি কোন মতে চলাচল করে৷ সেতু নির্মাণ করার পর এলাকার মানুষের কাজে আসেনি, কারন বিল নিয়ে আইনি ঝামেলায় কারনে ঠিকাদার সেতুর দুদিকের এপ্রোচ রাস্তা নির্মাণ করেননি৷ তিন বৎসর পূর্বে সেতুটি নির্মাণ কাজ শেষ কিন্তু চালু হয়নি আজও৷ যার ফলে বিপাকে ঐ সব এলাকার জনসাধারন৷ শাসক দলীয় জনপ্রতিনিধিরা এই সেতু নিয়ে কোন কথা বলছে না৷
2016-10-17