BRAKING NEWS

উৎসবের শেষে বিষাদের সুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ উৎসবের শেষে বিষাদের সুর৷ চলছে ভাসান৷ বিজয়া দশমী শুরু হয়েছে

আগরতলায় দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷
আগরতলায় দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷

মঙ্গলবার থেকেই৷ তবে মঙ্গলবার ও বুধবার বিভিন্ন প্যান্ডেল প্রতিমা রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য৷ তাছাড়া মঙ্গলবার অনেক প্যান্ডেলেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি৷ বুধবার থেকে শুরু হয়েছে বিসর্জনের পালা৷ রাজধানী আগরতলা শহরের বিগ বাজেটের প্যান্ডেলগুলিতে প্রতিমা বুধবারও রাখা হয়েছে৷ ছোট পরিসরের পুজা প্যান্ডেলগুলি থেকে এদিন প্রতিমা নিয়ে যাওয়া হয় ভাসানের জন্য৷
মঙ্গলবার দেবী দুর্গার বাপের ঘর থেকে বিদায় নেয়৷ মনের কোণে বিষাদ৷ ফের এক বছরের অপেক্ষা৷ মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন বাড়িতে এবং মন্ডপে চলে সিঁদুর খেলা৷ মঙ্গল কামনা করে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন মহিলারা৷ বিজয়া দশমী উপলক্ষে জমজমাট খাওয়াদাওয়া, দেদার আড্ডা৷ গত কয়েকদিনের উৎসবের মঞ্চের আনুষ্ঠানিক যবনিকা পতন হচ্ছে৷ কিন্তু, ক্লিষ্ট হৃদয় যাতে সেখানেই জীবনের যাত্রাকে থমকে না দেয়, সেই জন্যই মিষ্টি মুখ, আলিঙ্গন- জীবনের আমন্ত্রণ নতুন করে৷
এদিকে, রাজ্যের আট জেলায় বিসর্জনের যে সংবাদ বুধবার রাত পর্যন্ত জানা গিয়েছে, তাতে দেখা গিয়েছে উত্তর জেলার সব প্রতিমা বিসর্জন করা হয়েছে৷ ঊনকোটিতে ১৬৮টি প্যান্ডের প্রতিমা বিসর্জন করা হয়েছে৷ খোয়াইয়ে ২৫১টি, ধলাইয়ে ২২৪টি, সিপাহীজলায় ১৮৮টি, গোমতীতে ৬০টি, দক্ষিণে ১২০টি এবং পশ্চিম জেলার ৪৮২টি প্যান্ডের প্রতিমা বিসর্জন করা হয়েছে৷ প্রতিটি জেলাতেই ভাসান উপলক্ষে সংশ্লিষ্ট দশমী ঘাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ বৃহস্পতিবারও প্রতিমা নিরঞ্জন করা হবে বলে খবর৷
detailরাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগরের কাছে হাওড়া নদীতে বিসর্জন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ সেখানে ছিল দর্শনার্থীদের ভীড়৷ পাশাপাশি শহরের জয়নগর দশমীঘাট এলাকায় একে একে প্রতিমা নিরঞ্জন করা হয়েছে৷ সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল৷ বিভিন্ন মহকুমা থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে উৎসাহের কোন ঘাটতি নজরে আসেনি৷ জাতি উপজাতি উভয় অংশের মানুষের মেল বন্ধন তৈরী হয়েছে এই ভাসানে৷ কৈলাসহরে প্রতিমা নিরঞ্জনে সামিল হয়েছেন হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ৷ সৌভ্রাতৃত্বের যে মেলবন্ধন রয়েছে তা এই শারদোৎসবের ভাসানেও লক্ষ্য করা গিয়েছে কৈলাসহরে৷
এদিকে, রাজধানী আগরতলা শহরের বিগ বাজেটের পুজা প্যান্ডেলগুলিতে বুধবার রাতেও ভীড় লক্ষ্য করা গিয়েছে৷ এদিন অবশ্য রাতে বরুণ দেবতার রুদ্র রূপ না থাকায় পুরো আমেজ নিয়ে দর্শনার্থীরা মন্ডপে মন্ডপে ঘুরেছেন এবং প্রতিমা দর্শন করেছেন৷ এদিনও রাজপথে ছিল দর্শনার্থীরে পদচারণা ও যানবাহনের ছুটাছুটি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছিল কঠোর নজরদারী৷ জানা গিয়েছে শুক্রবারের মধ্যে সমস্ত প্যান্ডের প্রতিমা নিরঞ্জন শেষ হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *