BRAKING NEWS

বারামুলায় সেনা ক্যাম্পে হামলা, হত দুই পাক জঙ্গী

নয়াদিল্লি, ২ অক্টোবর৷৷ উরির পর এবার বারমুলায় রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে জঙ্গী হামলা৷ এখানে ঢুকতে গিয়ে দুই জঙ্গী নিহত হয়েছে৷ চলছেত্থ গুলির লড়াই৷ পাল্টা জবাব দিচ্ছে সেনাও৷ ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ হামলা চালানো হয়৷ কমপক্ষে চার থেকে পাঁচ জনের জঙ্গী দলটি হানা দিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে৷ এক জঙ্গী আত্মঘাতী হামলা চালিয়েছে৷ পাশাপাশি গ্রেনেড হামলাও চালানো হয়েছে৷ সেনা ঘাঁটির কাছে একটি পার্কের মধ্যে দিয়ে ক্যাম্পে ঢোকার চেষ্টা করে জঙ্গীরা৷ দুই পক্ষের মধ্যে চলছে তীব্র গুলির লড়াই৷ এখন্য পযন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনায় দুইজন বিএসএফ জওয়ান জখম হয়েছে৷
অন্যদিকে, ফের উত্তপ্ত কাশ্মীরের আখনুরে ভারত-পাক সীমান্ত৷ এখানে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান রেঞ্জার্স৷ পাল্টা জবাব দিচ্ছে বিএসএফ৷
ভারত কখনও অন্য দেশকে আক্রমণ করেনি বা অন্যের জমি দখল করেনি৷ ভারত অন্য দেশের জমির জন্য লালায়িত নয়৷ রবিবার দিল্লিতে প্রবাসী ভারতীয় কেন্দ্র এর উদ্বোধন অনুষ্ঠানে নাম না করে পাকিস্তানকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উরিতে সেনা ঘাঁটিতে হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিয়েছে ভারত৷ নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে সাতটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা৷ সেই নিয়ে যাতে কোনও ভুল বার্তা না যায় তার জন্য প্রবাসী ভারতীয়দের জমায়েতকেই উত্তর দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন প্রধানমন্ত্রী৷ মহাত্মা গান্ধীর জন্মদিনে এন আর আই-দের অনুষ্ঠানে তিনি বলেন প্রবাসী ভারতীয় সম্প্রদায়ও বিদেশের মাটিতে ক্ষমতা দখলে বা রাজনীতিতে ইন্ধন দেয় না, বরং সামাজিক সমৃদ্ধির কথা মাথায় রেখে অন্যদের সঙ্গে মিলেমিশে থাকে বলে দাবি করেন প্রধানমন্ত্রী৷
গুজরাত উপকূলের কিছু দূর থেকে ৯ পাকিস্তানি নাগরিক সহ একটি সন্দেহজনক পাক জলযানকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী৷ আরব সাগর থেকে আটক হওয়া এই জলযানটিকে গুজরাতের পোরবন্দরে নিয়ে আসা হয়েছে৷ কী উদ্দেশে পাক জলযানটি গুজরাত উপকূলের কাছাকাছি এসেছিল, তা খতিয়ে দেখার জন্য পোরবন্দরেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ রবিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ পাক জলযানটিকে আরব সাগর থেকে আটক করা হয়৷ বাহিনী পাক জলযানটিকে আটক করে৷ যে ৯ জনকে আটক করা হয়েছে, তাঁরা নিজেদের মৎস্যজীবী বলে দাবি করেছেন৷ কিন্তু পা ক মৎস্যজীবীরা পাকিস্তানের জলসীমা ছাড়িয়ে গুজরাত উপকূলের খুব কাছাকাছি কেন চলে এলেন, তা নিয়ে প্রশ্ণ রয়েছে৷ উরি হামলার পর থেকেই দেশজুড়ে নিরাপত্তা কঠোর করা হয়েছিল৷ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করার পর দেশজুড়ে সতর্কতা আরও বাড়ানো হয়েছে৷ কারণ পাকিস্তানের তরফ থেকেও প্রত্যাঘাত আসার আশঙ্কা রয়েছে৷ সে প্রত্যাঘাত সরাসরি পাক সেনার দিক থেকে আসতে পারে৷ প্রত্যাঘাত জঙ্গিদের তরফ থেকেও আসতে পাসে৷ সেই কারণেই গুজরাত উপকূলের কাছে পাক জলযানের সন্দেহজনক গতিবিধিকে হালকা ভাবে দেখছে না উপকূলরক্ষী বাহিনী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *