নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটি ফেইসবুক পেইজ চালু করেছে৷ ফেইসবুক পেইজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, সংসৃকতি এবং বিনোদন মিলিয়ে পৃথিবীতে মাত্র ছয়টি বহুজাতিক সংস্থা গোটা বিশ্বের নানান ধরনের মিডিয়াকে পরিচালনা করে চলেছে৷ এমনকিআমরা যে কম্পিউটারে নানান যেসব সাইটগুলি ব্যবহার করি, সোস্যাল মিডিয়া ব্যবহার করি এই সমস্ত চালান করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে৷ স্বাভাবিক কারণেই গোটা বিশ্বের মানুষের ব্যক্তিগত গোপনীয়তা থাকছে না৷ নাগরিকদের পেছনে গোয়েন্দাগিরি চলছে৷ বিজনবাবু আরও বলেন, মানুষের কাছে যাওয়া, নতুন প্রজন্মকে যুক্ত করতে ফেইসবুক সাহায্য করবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বায়ক খগেন দাস, সিপিএম রাজ্য কমিটির সদস্য নারায়ণ কব, বনমন্ত্রী নরেশ জমাতিয়া প্রমুখ৷
2016-10-02

