BRAKING NEWS

শ্যাম সুন্দর কোং জুয়েলারির সাথে হৃদয়ের সম্পর্ক ঃ ঋতুপর্ণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ রকমারি গয়নার সম্ভার নিয়ে এবারও হাজির হয়েছে রাজ্যের খ্যাতনামা অলংকার প্রস্তুতকারক সংস্থা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স৷ আবারও আয়োজন করা হচ্ছে শারদ সুন্দরী প্রতিযোগিতার৷ এরই প্রচারে রাজ্যে

শনিবার সাংবাদিক সম্মেলনে কথা বলছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ পাশে রয়েছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের দুই কর্ণধার রূপক সাহা এবং অর্পিতা সাহা৷ ছবি নিজস্ব৷
শনিবার সাংবাদিক সম্মেলনে কথা বলছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ পাশে রয়েছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের দুই কর্ণধার রূপক সাহা এবং অর্পিতা সাহা৷ ছবি নিজস্ব৷

আসেন চলচিচত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত৷ শনিবার সাংবাদিক সম্মেলনে শ্যাম সুন্দর জুয়েলারির সাথে গত কয়েক বছরের অভিজ্ঞতার ছবি তুলে ধরেন টলি অভিনেত্রী৷ শ্যাম সুন্দর জুয়েলারির সাথে তাঁর হৃদয়ের সম্পর্ক, জানান ঋতুপর্ণা৷
এদিন এই সাংবাদিক সম্মেলনে সংস্থার দুই অধিকর্তা রূপক সাহা এবং অর্পিতা সাহাও উপস্থিত ছিলেন৷ স্বর্ণ সম্ভার ২০১৬ এবং শারদ সুন্দরী ২০১৬ সম্পর্কে বিস্তারিত জানান শ্রীসাহা৷ স্বর্ণ সম্ভার ২০১৬ মহালয়ার দিন থেকেই শুরু হয়েছে৷ শারদ সুন্দরী প্রতিযোগিতার জন্য ছবি পাঠাতে অনুরোধ জানানো হয়েছে৷ শ্রীসাহা বলেন, আনুষ্ঠানিকভাবে শারদ সুন্দরী ২০১৬ প্রতিযোগিতার আজ উদ্বোধন হল৷ ১৫ অক্টোবরের মধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছবি পাঠাতে হবে৷ এনিয়ে ষষ্ঠবারের মতো আয়োজিত হচ্ছে শারদ সুন্দরী প্রতিযোগিতা৷ তিনি আশা করে বলেন, ত্রিপুরার মেয়েরাও চেষ্টা করলে শারদ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হতে পারবেন৷
এদিন ঋতুপর্ণা প্রশংসার সুরে বলেন, শ্যাম সুন্দর জুয়েলারি শুধু লেনদেন নয়, তার বাইরেও যে বড় পৃথিবী রয়েছে যেটা লেনদেনের সাথে যুক্ত নয় সেটাই প্রমাণ করেছে৷ এই সংস্থা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছে৷ যেটা খুবই বড় ব্যাপার৷ মূলত, ব্যবসার বাইরে শ্যাম সুন্দর জুয়েলারি যে সমস্ত সামাজিক কাজকর্ম করে থাকেন সে বিষয়েই বলতে গিয়ে ঋতুপর্ণা বলেন, তারা সেখানেই যেখানে সাহায্যের প্রয়োজন৷
ত্রিপুরার মেয়েদের শারদ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার অনুপ্রেরণা দিয়েছেন ঋতুপর্ণা৷ তিনি প্রত্যয়ের সুরে বলেন, মনের জোর থাকলে ত্রিপুরার মেয়েরাও শারদ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হাতে পারবেন৷
এদিকে, রাজনীতির প্রসঙ্গে এক প্রশ্ণের উত্তরে ঋতুপর্ণা স্পষ্ট জানিয়েছেন, রাজনীতি বুঝি না তাই যাই না৷ কেবল শিল্পীসত্তা নিয়েই বেঁচে থাকতে চাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LOKSABHA ELECTION 2024

Party Wise Results Status

PartyWonLeadingTotal
Bharatiya Janata Party - BJP2400240
Indian National Congress - INC99099
Janata Dal (Secular) - JD(S)202
Samajwadi Party - SP37037
Telugu Desam - TDP16016
Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT909
Communist Party of India (Marxist) - CPI(M)404
Aam Aadmi Party - AAAP303
Hindustani Awam Morcha (Secular) - HAMS101
Nationalist Congress Party - NCP101
Voice of the People Party - VOTPP101
Sikkim Krantikari Morcha - SKM101
Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR101
All India Trinamool Congress - AITC29029
Dravida Munnetra Kazhagam - DMK22022
Janata Dal (United) - JD(U)12012
Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP808
Shiv Sena - SHS707
Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV505
Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP404
Rashtriya Janata Dal - RJD404
Indian Union Muslim League - IUML303
Jharkhand Mukti Morcha - JMM303
Janasena Party - JnP202
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L)202
Viduthalai Chiruthaigal Katchi - VCK202
Communist Party of India - CPI202
Rashtriya Lok Dal - RLD202
Jammu & Kashmir National Conference - JKN202
United People’s Party, Liberal - UPPL101
Asom Gana Parishad - AGP101
Kerala Congress - KEC101
Revolutionary Socialist Party - RSP101
Zoram People’s Movement - ZPM101
Biju Janata Dal - BJD101
Shiromani Akali Dal - SAD101
Rashtriya Loktantrik Party - RLTP101
Bharat Adivasi Party - BHRTADVSIP101
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK101
Apna Dal (Soneylal) - ADAL101
AJSU Party - AJSUP101
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM101
Independent - IND707
Total5430543