BRAKING NEWS

শিক্ষকের দাবীতে শিক্ষামন্ত্রীর নির্বাচনি কেন্দ্রে ছাত্র বিক্ষোভ, তালা ঝুলল সুকলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ খোদ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর বিধানসভা কেন্দ্রে ছাত্র বিক্ষোভ৷ বৃহস্পতিবার school lockedসকাল দশটা নাগাদ ছাত্ররা সুকলের গেইটে তালা ঝুলাল শিক্ষকের দাবিতে৷ আধঘন্টা পর ছাত্রদেরকে শাসানো হয় স্থানীয় সিপিএম দল পরিচালিত গোলধারপুর পঞ্চায়েতের সদস্যরা৷ এর নেতৃত্বে ছিলেন  পঞ্চায়েত সদস্য কনক দেব৷ কনক দেব এলাকার প্রভাবশালী সিপিএম দলের মাফিয়া৷ বহু বিষয়ে কনকের উপর গ্রামবাসীরা অতিষ্ট৷ কনক আজ ছাত্রদের শুধুমাত্র শাসায়নি, ছাত্রদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ছাত্রদের মারারও হুমকি দেয়৷ এরপর কনকের নেতৃত্বে গেইটের তালা ভেঙ্গে ফেলা হয়৷ কিন্তু ছাত্ররা আন্দোলন বন্ধ করেনি৷ পরবর্তী সময়ে কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক  হয়৷ এবং ছাত্ররাও আন্দোলন প্রত্যাহার করে৷ শিক্ষামন্ত্রীর  বিধানসভা কেন্দ্র চন্ডীপুর বিধানসভার অন্তর্গত গোলধারপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত  গোলধারপুর রুদ্র সিংহ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একজন মাত্র ইকোনোমিক্স এর শিক্ষক এবং একজন মাত্র সংসৃকতের শিক্ষক রয়েছে৷ সম্প্রতি ইকোনোমিক্সের শিক্ষককে বদলি করা হয়েছে এবং সংসৃকত শিক্ষক প্রায় ছয় মাসের ছুটি নিয়েছে৷ যার ফলে সুকলে  এদুটি বিষয়ের ক্লাস বন্ধ থাকছে৷ অথচ ছাত্রদের সামনেই পরীক্ষা রয়েছে৷ এই অবস্থায় ছাত্ররা প্রচন্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে৷ অবিলম্বে  স্কুুলে এই দুই বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে৷ এই দাবিতে ছাত্ররা আজ সুকলের গেইট তালা মেরে বিক্ষোভ প্রদর্শন করে৷ সুকলের ভিতরে কোনো শিক্ষক শিক্ষিকা কাউকে ঢুকতে দেওয়া  হয়নি৷ প্রায় একটা পর্যন্ত সুকল বন্ধ থাকে৷ পরবর্তী সময়ে ছাত্রদের আশ্বস্ত করা হয়েছে যে খুব শীঘ্রি  দপ্তরের আধিকারিকের সঙ্গে আলোচনা করে শিক্ষক আনা হবে৷ তবে আন্দোলনকারী ছাত্রদের উপর পঞ্চায়েতের মাফিয়া কনকরা যে ব্যবহার করেছে তাতে ছাত্ররা প্রচন্ড বিক্ষুব্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *